২০০ উইকেটের অপেক্ষায় ইয়াসির শাহ
৩ ডিসেম্বর ২০১৮ ২০:২১
।। স্পোর্টস ডেস্ক ।।
আবুধাবীতে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে নেমেছে পাকিস্তান আর নিউজিল্যান্ড। প্রথম টেস্ট জিতে কিউইরা লিড নিলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচ জিতে নেয় পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২২৯ রান।
ব্যাটিংয়ে নেমে কিউই ওপেনার জীত রাভাল করেন ৪৫ রান। আরেক ওপেনার টম ল্যাথামের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসন করেন ৮৯ রান। তার ১৭৬ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। মাঝে রস টেইলর (০) আর হেনরি নিকোলস (১) ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। জেবি ওয়াটলিং দিন শেষে অপরাজিত আছেন ৪২ রান করে।
এছাড়া, কলিন ডি গ্রান্ডহোম ২০, টিম সাউদি ২ রান করেন। ৩৪ বছর বয়সে অভিষিক্ত ওয়ার সোমেরভিল ১২ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ তিনটি উইকেট তুলে নিয়েছেন। তাতে ২০০ উইকেটের অপেক্ষায় থাকা এই স্পিনারের মোট উইকেট হয়েছে ১৯৮টি। বিলাল আসিফ দুটি, হাসান আলি একটি আর অভিষিক্ত শাহীন শাহ আফ্রিদি একটি করে উইকেট তুলে নেন।
সারাবাংলা/এমআরপি