Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশন্স লিগের সেমিতে কে কার মুখোমুখি?


৪ ডিসেম্বর ২০১৮ ১১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

চলতি বছরের সেপ্টেম্বরেই ৫৫টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে উয়েফা নেশনস লিগ। আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড, এটা নিশ্চিত হয়েছে গত মাসেই। সোমবার (৩ ডিসেম্বর) ড্র’য়ের মাধ্যমে ঠিক হয়েছে সেমিতে কার মুখোমুখি হচ্ছে কোন দল।

সোমবার আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে সেমি ফাইনালের লাইনআপের ড্র। এই ড্র থেকে নিশ্চিত হয়ে গেছে ৫ জুন ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল। আর ৬ জুন নেদারল্যান্ডস খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ৯ জুন পর্তুগালে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।

বিজ্ঞাপন

ইতালিকে হারিয়েই এবারের সেমিতে সবার আগে পৌঁছে গেছে পর্তুগাল। আর নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামকে ৫-২ গোলে হারিয়ে সেরা চারে উঠেছে সুইজারল্যান্ড।

রাশিয়া বিশ্বকাপের সেরা চারে ছিল ইংল্যান্ড। এবার ডাচদের সামনে সেমিতে পরীক্ষা দিতে হবে গ্যারেথ সাউথগেটের দলকে। অন্যদিকে, গ্রুপ পর্বে ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে সেমিতে জায়গা নিশ্চিত করে নেদারল্যান্ডস।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর