Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল ঘোষণা


৫ ডিসেম্বর ২০১৮ ১৩:০৬

।। স্পোর্টস ডেস্ক ।।

দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবীয়ানরা। সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

জ্যাসন হোল্ডারের চোট থাকায় তার জায়গায় সফরকারী দলটির নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা হয়নি ওপেনার এভিন লুইসের।

দলে নেই ক্রিস গেইল, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের মতো তারকারা। ক্যারিবীয়দের টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্রাথওয়েইট ও রোস্টন চেজও ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই মাঠে ১১ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই দিবা-রাত্রির।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাথওয়েইট, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনীল আমব্রিস, ওশানে থমাস।

বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি এবং আরিফুল হক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর