Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিওএ সভাপতির দায়িত্ব বুঝে নিলেন সেনা প্রধান


৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫১

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতির দায়িত্ব বুঝে নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বিওএ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবু বেলাল মুহাম্মদ শফিউল হক।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিওএ সভাপতির দায়িত্ব পালন করেন শফিউল হক। বিওএ’র সভাপতি নির্বাচিত পদ। আবু বেলাল শফিউল হক পদত্যাগ করায় সভাপতির পদটি শূন্য হয়। বিওএ সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

বক্সিং ফেডারেশনের কাউন্সিলর হিসেবে জেনারেল আজিজ আহমেদ সভাপতি পদের জন্য প্রার্থী হন। এই পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মহাসচিব, উপমহাসচিব, সহ-সভাপতি, কোষাধ্যক্ষসহ বিওএ’র অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর