Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওয়ানডেতে জেতানোর ক্ষমতা রাখে পেসাররা’


৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৯

Bangladesh cricketer Rubel Hossain (L) celebrates with teammates after he dismissed Sri Lanka’s cricket team captain Angelo Mathews (unseen) during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Sri Lanka at The Dubai International Cricket Stadium in Dubai on September 15, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বলতে গেলে ‘বেকারই’ ছিলেন পেস বোলাররা। পুরো সিরিজে বাংলাদেশের ৪০টির উইকেটের একটিও পাননি কোনো পেসার, টেস্ট ইতিহাসেই যে কীর্তি নেই। উইকেট পাওয়া দূরে থাক, দুই টেস্ট মিলে বলই করতে পেরেছেন কয়েক ওভার। চট্টগ্রামে সেই সৌভাগ্য মোস্তাফিজুর রহমানের হলেও মিরপুরে তাও হয়নি কারও। তবে রুবেল হোসেন মনে করছেন, ওয়ানডেতে বড় অবদান রাখতে পারবেন পেসাররা।

বিজ্ঞাপন

দেশের মাটিতে স্পিনাররা টেস্ট জেতালেও ওয়ানডেতে পেসাররা বরাবরই বড় ভূমিকা রেখেছেন। রুবেল তাই জোর দিয়েই বললেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেই ক্ষমতা আছে পেসারদের, ‘অবশ্যই পেসাররা ক্ষমতা রাখে এবং ওয়ানডে জিতিয়েছেও পেস বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরেই প্রমাণ দিয়েছে। এই কন্ডিশনেও অবশ্যই জেতাতে পারবে, ওয়ানডেতে উইকেট স্পিন সহায়ক থাকবে না, যেভাবে টেস্টে ছিল। আর আমাদের যেই পেস বোলাররা আছে, এই কন্ডিশনে সবসময় ম্যাচ জেতাতে পারবো।’

রুবেল মনে করছেন, ফরম্যাট বদলে যাওয়ায় পেসারদের ভূমিকাও বদলে যাবে, ‘আসলে আমাদের টেস্ট ক্রিকেটে সবসময় স্পিনাররাই রাজত্ব করে আসছে। আর পেস বোলাররা আমরা সবসময় ওইরকম সাফল্য পাচ্ছি না। আর ওয়ানডে ফরম্যাটটা সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাট। একদিনের খেলা, যারা যেদিন যত ভুল কম করবে তারা তত ভালো করবে। এটা বদলানোর কিছু নাই। অবশ্যই, স্পিনাররা যখন ভালো করে, পেস বোলাররা খেলতে পারছে না, এটা একটু দুঃখজনক। তারপরও আমার কাছে মনে হয় ওয়ানডেতে এমন হবে না, ওয়ানডেতে একটু আলাদা হবে। উইকেটে ওইভাবে স্পিন থাকবে না। আমার কাছে মনে হয় না ওরকম হবে।’

বিজ্ঞাপন

কিন্তু তারপরও দেশের মাটিতে পেসারদের এভাবে বসে থাকতে দেখে কি খারাপ লাগে না একটুও? রুবেল স্বীকার করলেন, ‘একটু তো দুঃখজনক। একটা পেস বোলার না নিয়ে আমরা টেস্ট খেলছি, আমাদের কন্ডিশন, উইকেট ওইরকম ছিল। আমাদের দেশের মাটিতে সফল হয়েছি। টিম প্ল্যানিং হয়তো ওইভাবেই ছিল। তাই পেস বোলারদের জন্য একটু তো খারাপ লাগেই।’

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। তবে টেস্ট শেষের পর সাকিব আল হাসান বলেছিলেন, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো দল। গতকাল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও একই কথা বলেছেন। রুবেল অবশ্য সেরকম কিছু বলছেন না, ‘আসলে এটা তো বলা যাচ্ছে না। আমরা অবশ্যই সিরিজ জেতার জন্য মাঠে নামবো। ৩-০ বা ২-০ এ ধরনের কোনো কিছুই বলা যাচ্ছে না। আমাদের প্রতিটা প্লেয়ার খুব কনফিডেন্ট আছে। ভালো একটা টেস্ট সিরিজ আমরা জিতেছি, এটা আমাদের প্লেয়ারদের অনেক আত্মবিশ্বাস দেবে।’

শিমরন হেটমেয়ারকেই বড় হুমকি মনে করা হচ্ছে ওয়ানডেতে। রুবেল অবশ্য আলাদা করে কারও কথা বললেন না, ‘আসলে আলাদা করে কোনো কিছু করি নাই। কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়েই আমাদের ভাবতে হয়। আমাদের ভিডিও অ্যানালিস্ট আছেন, তিনি সবার ভিডিও দিয়ে দেন। ওইরকম আলাদা ভাবে কাউকে দেখা হয় নাই। ওদের টিমে সবাই তো মেইনলি স্ট্রোক খেলতে পছন্দ করে। আমাদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর