Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপটা ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন লিটন


৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

‘কঠিন’ একটা সমস্যার ভেতরেই পড়ে গেছেন বাংলাদেশের নির্বাচকরা। টেস্টে যেখানে ওপেনাররা কেউ ভালো করতে পারছেন না, ওয়ানডেতে কাকে ছেড়ে কাকে নেবেন সেটাই সমস্যা। তামিম ইকবাল ফিরেছেন দলে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেছেন ঝোড়ো সেঞ্চুরি। মূল ম্যাচে তামিমের সঙ্গে কে ওপেন করবেন সেটাই প্রশ্ন। ইমরুল কায়েস, সৌম্য সরকারের সঙ্গে সেখানে লড়াই চলছে লিটন দাসের। লিটন অবশ্য প্রতিদ্বন্দ্বিতাটা চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন।

বিজ্ঞাপন

মিরপুরে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জাতীয় দলের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লিটন। ওপেনিং নিয়ে দলের লড়াইটা দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই, ‘আমাদের জন্য অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে।’

কিন্তু অন্য যে কোনো সময়ের চাইতে চাপটা কি বেশি নয়? লিটন সেটিও দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই, ‘এখন যেহেতু দলে টপ অর্ডার নিয়ে লড়াই চলছে, এই ব্যাপারটা ভালো। যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে হবে। যারা খেলে, তাদেরও চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নইলে বাদ পড়তে হতে পারে। এটা ভালো ব্যাপার।’

ওয়ানডেতে ওপেন করলেও টেস্টে ওপেনিংয়ে নেমে সাফল্য পাননি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লোয়ার মিডল অর্ডারে নেমে করেছেন ফিফটি। লিটনের নিজের পছন্দ অবশ্য ওপেনিংই, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নিজের পছন্দ বললে, আমি যেহেতু সবসময় ওপেন করি ও পারফর্ম করেছি, সেখানে খেলতেই বেশি কমফরটেবল।’

বিজ্ঞাপন

এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করার পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮৩ করলেও অন্য দুই ম্যাচে রান পাননি। দুই ম্যাচেই আউট হয়ে গেছে দুই অঙ্ক ছোঁয়ার আগেই। লিটন বলছেন, ইনিংসের শুরুতেই বেশি সমস্যা হচ্ছে তার, ‘সত্যি বলতে, কিছু কিছু ক্রিকেটার আছেন, শুরুটা ভালো পায়, কিন্তু ইনিংস বড় করতে পারে না। তারা হয়তো অনেক কিছু চিন্তা করে। আমার যেগুলো আউট দেখবেন, আমি শুরুই পাচ্ছি না। শুরুটা নিয়েই তাই ভাবছি বেশি। ব্যাটিং কোচের সঙ্গে কথা হচ্ছে, কাজ করছি।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর