Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইলিয়ামসন-নিকোলসের ব্যাটে আলো দেখছে নিউজিল্যান্ড


৬ ডিসেম্বর ২০১৮ ২০:১৮

স্পোর্টস ডেস্ক ।।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি কিউইরা। তবে দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের ব্যাটে আশার আলো দেখছে সফরকারীরা।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতায় থেকে তৃতীয় টেস্ট খেলছে দু’দল।

আবুধাবিতে তৃতীয় টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান তোলে ৩৪৮ রান। এরপর বুধবার (৫ ডিসেম্বর) ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে কিউইরা।

আগের দিনের ২ উইকেটে ২৬ রান নিয়ে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) চতুর্থদিনের ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে দিনের শুরুটা ভালো হয়নি কিউইদের। দলীয় ৬০ রানে দুই উইকেট হারায় সফরকারীরা (৬০/৪)।

তবে পঞ্চম উইকেট জুটিতে নিকোলসকে সঙ্গী করে এগুতে থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। দিন শেষে দলীয় রান গিয়ে দাঁড়ায় ২৭২। যেখানে ২৮২ বলে ১৩৯ রান তুলে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক। তাকে সঙ্গ দেয়া হেনরি নিকোলস অপরাজিত আছেন ৯০ রানে।

১৯৮ রানে এগিয়ে থেকে শুক্রবার (৭ ডিসেম্বর) শেষ দিনের ব্যাটিংয়ে নামবে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ। এই ইনিংসেই টেস্টের সবচেয়ে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি এই স্পিনার ইয়াসির শাহ। যাতে ছাড়িয়ে গেছেন ৮২ বছরের রেকর্ড।

সারাবাংলায় পড়ুন: ৮২ বছরের রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

কেন উইলিয়ামসন টেস্ট পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর