আমার সঙ্গে মেসির তুলনা নয়: পেলে
৭ ডিসেম্বর ২০১৮ ১৫:২৬
স্পোর্টস ডেস্ক ।।
আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা করেন অনেকেই। তবে সেই তুলনার বিপরীতে এবার জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান গ্রেট। মেসির সঙ্গে তাকে তুলনা করা মেনে নিতে পারছেন না পেলে, বরং মেসির চেয়ে আর্জেন্টাইন গ্রেট দিয়াগো ম্যারাডোনাকেই এগিয়ে রাখছেন পেলে।
এখন পর্যন্ত ফুটবল বিশ্বের সবচেয়ে দারুণ খেলোয়াড়দের তালিকায় মেসিকে এগিয়ে রাখেন অনেকেই। পাঁচ বারের ব্যালন ডি’অর জয় ছাড়াও অসংখ্য রেকর্ড আছে তার। তবে ৩১ বছর বয়সি বার্সেলোনার এই তারকাকে নিয়ে অনেকটা সমালোচনার সুরেই কথা বলেছেন ব্রাজিলিয়ান গ্রেট।
পেলে বলেন, ‘একজন লোক যে কিনা ভালো হেড দিতে পারে, বাঁ পায়ের শট নিতে পারে এবং একইসঙ্গে ডান পায়ের শট নিতে পারে, তার সঙ্গে কিভাবে এমন একজনের সঙ্গে তুলনা করা হয়? যে কিনা ভালো হেড দিতে পারেনা, কিংবা শুধু বাঁ পায়ের শট নিতে পারে। ওর তো শুধু একটাই স্কিল আছে, ঠিকমতো বলে হেডও দিতে পারেনা। পেলের সঙ্গে তুলনা করতে হলে এমন একজনকে নিয়ে তুলনা করতে হবে, যার বাঁ পা এবং ডান পায়ের শট নেওয়ার ক্ষমতা আছে এবং ভালো হেড নিতে পারে।’
তবে মেসির চেয়ে ম্যারাডোনাকেই এগিয়ে রাখছেন পেলে, ‘আমার অভিজ্ঞতা থেকে বলবো, ম্যারাডোনা ছিল সেরা ফুটবলারদের একজন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সে (ম্যারাডোনা) কি মেসির চেয়ে এগিয়ে? তাহলে আমি অবশ্যই হ্যাঁ বলবো।’
পেলে বলেন, লিওনেল মেসির শুধু একটা স্কিল আছে। তার চেয়ে দিয়াগো ম্যারাডোনা অনেক এগিয়ে।
সারাবাংলা/এসএন