জুনায়েদের সেঞ্চুরি, বড় সংগ্রহের দিকে নর্থ জোন
৭ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৭
স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সাউথ জোন এবং নর্থ জোন। তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে নর্থ জোন।
নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৯ রান তোলে সাউথ জোন। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৮২ রান তুলেছে নর্থ জোন। তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে জুনায়েদ সিদ্দিকী ১১২ রান, নাঈম ইসলামের ৮৩ ও জিয়াউর রহমান ৯০ রান তোলেন।
আগের দিনের ২ উইকেটে ১৩৬ রান নিয়ে শুক্রবার (৭ ডিসেম্বর) তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামে নর্থ জোন। ১৯৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭২ রানে ব্যক্তিগত ৮৩ রানে আউট হন নাঈম ইসলাম। এরপর আগের দিনের ৭০ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিকী শতক তুলে নেন।
দলীয় ২১৮ রানে ব্যক্তিগত ১৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক জহুরুল। এরপর দলের রান যোগ হওয়ার আগেই ইনিংস সর্বোচ্চ ১১২ রানে ফেরেন জুনায়েদ সিদ্দিকী। তবে এরপর দলের হাল ধরেন ধীমান ঘোষ এবং জিয়াউর রহমান। দু’জন মিলে ১১৭ রানের জুটি গড়েন। তবে দলীয় ৩৩৫ রানে ব্যক্তিগত ৫১ রানে ফেরেন ধীমান ঘোষ। এরপর সানজামুলকে সঙ্গী করে এগুতে থাকলেও দলীয় ৩৭৬ রানে ব্যক্তিগত ৯০ রানে ফেরেন জিয়াউর রহমান।
দিন শেষে অপরাজিত থেকে মাট ছাড়েন সানজামুল ইসলাম (১৬) ও সোহাগ গাজী (৫)।
সাউথ জোনের আবদুর রাজ্জাক সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও ১টি করে উইকেট পান কামরুল ইসলাম রাব্বি, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান ও নাহিদুল ইসলাম।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে সাউথ জোনের ওপেনার শাহরিয়ার নাফিস ৮, এনামুল হক বিজয় ১৯ রান করে বিদায় নেন। তিনে নামা ফজলে মাহমুদ ৪৫, তুষার ইমরান ৬২, রকিবুল হাসান ৭৯, আল আমিন ৫, মেহেদি হাসান অপরাজিত ৬৩ রান করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে কামরুল ইসলাম রাব্বি ১৩ রান করেন। নর্থ জোনের সানজামুল ইসলাম পাঁচটি, এবাদত হোসেন দুটি, সুবাশিষ রায় একটি, সোহাগ গাজী একটি আর নাঈম ইসলাম একটি করে উইকেট তুলে নেন।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানের মাথায় নর্থ জোনের ওপেনার রিশাদ হোসেন (০) আউট হন। তিন নম্বরে নামা ফরহাদ হোসেন বিদায় নেন ৪ রান করে। দলীয় ১০ রানে দুই উইকেট হারালেও পথ হারায়নি নর্থ জোন। পথ হারাতে দেননি জুনায়েদ সীদ্দিকী এবং নাঈম ইসলাম। তারা ১২৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।
সারাবাংলা/এসএন