Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোসাদ্দেকের সেঞ্চুরিতে জয়ে ফিরল বাংলাদেশ


৭ ডিসেম্বর ২০১৮ ১৯:৪০

স্পোর্টস ডেস্ক ।।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলকে। তবে শুক্রবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক হোসেনের শতকে ভর করে হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে বাংলাদেশ। ৮৬ বলে ৮ চার ও তিন ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১০০ রান করেন মোসাদ্দেক। এছাড়াও জাকির হোসেন ৪৯, ইয়াসির আলী ৪৫, নাজমুল হোসেন শান্ত ৩৬ রান করেন।

হংকংয়ের আইজাজ খান ৩টি ও এহসান নওয়াজ ২টি উইকেট নেন। এছাড়াও একটি করে উইকেট নেন এহসান খান, তানভীর আহমেদ ও মোহাম্মদ ঘাজানফার ১টি করে উইকেট নেন।

জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে হংকং। তাতেই ২৮ রানের জয় পায় বাংলাদেশ।

হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন ওপেনার নিজাকাত খান। বাবর হায়াত খেলেন ৯১ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে মোসাদ্দেক হোসেন ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন। আর ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

সারাবাংলা/এসএন

বাংলাদেশ মোসাদ্দেক হোসেন হংকং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর