Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টার মিলানকে হারিয়ে ছুটছে জুভেন্টাস


৮ ডিসেম্বর ২০১৮ ১০:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ইতালিয়ান সিরি আতে হাইভোল্টেজ ম্যাচে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস এবং ইন্টার মিলান। নিজেদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। সিরি আর চলতি মৌসুমে রীতিমতো ছুটছে জুভেন্টাস। ম্যাচের একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ।

আগের ১৪ ম্যাচের ১৩টিতেই জয় পেয়েছে জুভিরা, একটিতে ড্র। সবশেষ মিলানের বিপক্ষে জিতে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শিরোপাধারীরা। অপর দিকে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ইন্টার।

ম্যাচের দশম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্রস ডি-বক্সের মাঝ বরারবর পেয়ে হেড করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ক্রসবারের একটু উপর দিয়ে বল বাইরে বেরিয়ে গেলে লিড নেওয়া হয়নি তুরিনের বুড়িদের। ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দির শট গোলপোস্টের কাছ ঘেঁষে চলে গেলে গোলবঞ্চিত হয় অতিথিরা।

৬৬তম মিনিটে বাঁ দিক থেকে জোয়াও কানসেলোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে জোরালো হেডে জুভিদের এগিয়ে দেন মারিও মানজুকিচ। চলতি লিগে ক্রোয়াট ফরোয়ার্ডের এটি সপ্তম গোল। ৮৫তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। সেটা কাজে লাগাতে পারেননি। অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ইন্টার মিলান জয় পেয়েছিল ছয় বছর আগে। সিরি আতে ইন্টারকে ৮২ বার হারালো জুভেন্টাস। সিরি আতে অন্য কোনো দলের বিপক্ষে জুভেন্টাসের এত জয় নেই।

এ জয়ে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। ১৪ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা নাপোলির সংগ্রহ ৩২। আর ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইন্টারের অবস্থান তিন নম্বরে।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর