Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টে আগ্রহ কমছে দেশের তরুণদের: সাকিব


১০ জানুয়ারি ২০১৮ ১৯:০১

সারাবাংলা ডেস্ক

দেশের তরুণদের মাঝে টেস্ট ক্রিকেটকে দীর্ঘকালীন লক্ষ্য হিসেবে নেয়ার আগ্রহ কমে যাচ্ছে। তাদের মধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি খেলার ইচ্ছা বেড়ে যাচ্ছে। এতে দেশের ক্রিকেটের ভবিষ্যতের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও একটা সতর্কবার্তা।

মঙ্গলবার সিডনিতে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বার্ষিক সভায় যোগ দিয়ে দেশের হয়ে সর্বপ্রথম সদস্যপদ পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমনই মন্তব্য করেছেন।

আর্থিক লগ্নি টেস্টের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে বেশি হওয়ায় তরুণদের এই অনাগ্রহ মনে করেন সাকিব, ‘টেস্টের চেয়ে ছোট ফরম্যাটের ক্রিকেটে আর্থিক নিরাপত্তা বেশি, বিধায় তরুণরা টি-টোয়েন্টি ফরম্যাটের দিকেই ঝুঁকছে। এতে টেস্ট ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি।’

যার ফলে, কিছু দেশের ক্রিকেটারদের জন্য টেস্টে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়ে।

সাকিবের বক্তব্যের পর এমসিসি কমিটি মনে করে, আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টি ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে।

এজন্য বিশ্বের সকল দেশের খেলোয়াড়দের বেতন বৈষম্য কমানোর বিষয়টি আলোচনা হয়েছে এ সভায়। যাতে তরুণদের মধ্যে টেস্ট ক্রিকেটে ক্যারিয়ার গড়ার আগ্রহ সৃষ্টি হয় সেজন্য খেলোয়াড়দের পর্যাপ্ত বেতন অবকাঠামো নির্ধারণ করার কথাও তোলা হয় এ সভায়। কেন্দ্রীয় চুক্তিতে পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে বলা হয়, এতে তরুণদের মাঝে বড় সংস্করণের ক্রিকেট বেঁচে থাকবে।

বাংলাদেশ থেকে প্রথম সাকিব আল হাসান এমসিসির সদস্য পদ লাভ করেন। বার্ষিক সভায় গিয়ে আধুনিক ক্রিকেট প্রজন্মের উদ্দেশ্য বক্তব্য প্রদানের বিষয়ে আলোকপাত করেন। দেশের তরুণদের মাঝে টেস্ট আগ্রহ বাড়ানোর জন্য খেলোয়াড়দের বেতন বৈষম্য কমানোর পরামর্শও দেন। কমিটিতে সাকিব ছাড়াও ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং, আম্পায়ার কুমার ধর্মসেনা, নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার সুজি বেটস সহ আরও বেশ কয়েকজন।

সারাবাংলা/জেএইচ/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর