সেন্ট্রালের বিপক্ষে ইস্ট জোনের ড্র
৮ ডিসেম্বর ২০১৮ ১৮:১৪
স্পোর্টস ডেস্ক ।।
আর মাত্র ৫ রান করলেই লক্ষ্যে পৌঁছে যেত ইস্ট জোন। তবে ৩ উইকেট হাতে রেখেও ম্যাচ শেষ হলো ড্র দিয়েই। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিলো ইস্ট জোন।
আগের দিনের ২৫৫ রানে পিছিয়ে থেকে শনিবার (৮ ডিসেম্বর) ব্যাটিংয়ে নামে ইস্ট জোন। শেষ দিনের অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন মাহমুদুল হাসান ও মোহাম্মদ আশরাফুল।
শেষ দিনের ব্যাটিংয়ে নেমে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন মোহাম্মদ আশরাফুল। আর শতক তুলে নেন মাহমুদুল হাসান। ২৪২ বলে ১৩৫ রান তুলে আউট হন এই ব্যাটসম্যান। এছাড়াও তাসামুল হক ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৩ রান করেন। আর এনামুল হক জুনিয়র ১৬ ও আবু জায়েদ রাহী ১৪ রান তুলে অপরাজিত থেকে দিন শেষ করেন।
নর্থ জোনের শাহিদুল ইসলাম সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন, ও তাইবুর রহমান ১টি করে উইকেট নেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান তোলে সেন্ট্রাল জোন। জবাবে প্রথম ইনিংসে ১৮৬ রান তোলে ইস্ট জোন।
ম্যাচসেরা নির্বাচিত হন ইস্ট জোনের মাহমুদুল হাসান।
সারাবাংলা/এসএন