Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা লিভার্তাদোরেসের ফাইনালে থাকবেন মেসি


৮ ডিসেম্বর ২০১৮ ১৯:২৮

স্পোর্টস ডেস্ক ।।

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের মধ্যকার কোপা লিবার্তোদোরেসের ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার (৯ ডিসেম্বর) রাতে। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপার লড়াইয়ে লড়বে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। বার্নাব্যুতে এই ম্যাচ দেখবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।

এবারই প্রথম আর্জেন্টিনার বাইরে আয়োজন করা হচ্ছে কোপা লিবার্তোদোরেসের ফাইনাল।

দুই দলের মধ্যকার প্রথম লেগ শেষ হয়েছিল ২-২ গোলে ড্র দিয়েই। ফাইনাল লেগ হওয়ার কথা ছিল রিভার প্লেটের মাঠে। তবে দুই দলের মধ্যকার ফাইনাল লেগের আগে বোকা জুনিয়র্স দলের খেলোয়াড়দের রিভার প্লেটের সমর্থকদের হামলার কারণেই আর্জেন্টিনার বাইরে ম্যাচটির আয়োজন করছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

আগে লা লিগার খেলোয়াড়দের আমন্ত্রণ জানিয়েছে কনমেবল। তবে সব খেলোয়াড় এখনও আমন্ত্রণ পত্র গ্রহণ করেননি। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে, এই ম্যাচে বার্নাব্যুর প্রাইভেট বক্সে থাকবেন মেসি।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। আর রোববার রাতে কোপা লিভার্তাদোরেসের ফাইনাল। বার্নাব্যুতে বসেই এই ম্যাচ উপভোগ করবেন মেসি।

সারাবাংলা/এসএন

কোপা লিভার্তাদোরেস ফাইনাল লিওনেল মেসি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর