Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড নয়, জয় নিয়েই ভাবছেন মাশরাফি


৮ ডিসেম্বর ২০১৮ ২০:১৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রোববার (৯ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে দারুণ এক মাইলফলক ছুঁতে চলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের জার্সিতে মাশরাফির ওয়ানডেতে অভিষেক হয়েছিল ২০০১ সালের নভেম্বরে। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যাশ। ক্যারিয়ারে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েও থেমে যাননি তিনি। এ নিয়ে দেশের জার্সিতে ১৯৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন মাশরাফি। এবার উইন্ডিজদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমে ২০০তম ওয়ানডের মাইলফলক ছুঁয়ে ফেলবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

শনিবার (৮ ডিসেম্বর) উইন্ডিজদের বিপক্ষে ম্যাচের আগে কথা বলেছেন মাশরাফি। তবে এই ম্যাচে নিজের মাইলফলক নয়, দলের জয় নিয়েই ভাবছেন তিনি, ‘ধন্যবাদ মনে করার জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এই গুলো আমাকে টাচ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা। এইদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছ। এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে। কিন্তু কালকের ম্যাচের উপরে আর কিছুর গুরুত্ব একেবারেই নাই। এটা চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততে হবে এটাই।’

সারাবাংলা/এএম/এসএন

ওয়ানডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর