৯৯ দিন পর জালের দেখা পেয়েছেন বেল
১০ ডিসেম্বর ২০১৮ ১০:০০
।। স্পোর্টস ডেস্ক ।।
রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল যেন নিজেকে হারিয়ে খুঁজেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে চলে যাওয়ার পর এই মৌসুমে বেলের উপরই নির্ভর করেছিল স্প্যানিশ জায়ান্টরা। মৌসুমের শুরুতে রোনালদোর অভাব কিছুটা ঘুঁচে দিলেও এরপর হারিয়ে যান বেল। অবশেষে জালের দেখা পেয়েছেন এই ওয়েলস তারকা।
প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা হুয়েস্কার বিপক্ষে বেলের করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। বেল গোল পেয়েছেন প্রতিপক্ষের মাঠে, অ্যাওয়ে ম্যাচে। সেজন্য তাকে অপেক্ষায় থাকতে হলো ৯৯ দিন। অথচ চলতি লিগে প্রথম তিন ম্যাচের প্রতিটিতে একটি করে গোল করে শুরুটা বেশ ভালোই করেছিলেন বেল। গত ১ সেপ্টেম্বর লেগানেসের বিপক্ষে গোল করেছিলেন। এর ৯৯ দিন পর এসে আবার লা লিগায় গোল পেয়েছেন বেল। টানা দশ ম্যাচ ও ৮০২ মিনিট গোলবিহীন থাকার পর অবশেষে গোলের দেখা পেলেন তিনি।
পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে ডান দিক থেকে আলভারো ওদ্রিওসোলার উঁচু করে বাড়ানো বল কোনাকুনি ভলিতে জালে জড়ান বেল। ১১তম ম্যাচে জালের দেখা পান ওয়েলস ফরোয়ার্ড। বল জালে আশ্রয় নিতেই স্বস্তি নেমে এসেছে লিগে গোল করতে ভুলে যাওয়া ওয়েলস ফরোয়ার্ডের বুকে।
৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসি-সুয়ারেজ-কুতিনহোদের বার্সা। সেভিয়া ২৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে চতুর্থ স্থানে ওঠা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৬। পঞ্চম স্থানে নেমে যাওয়া আলাভেসের পয়েন্ট ২৪।
নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে একটি ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচেই জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
সারাবাংলা/এমআরপি