Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগুনে ফাইনাল’ জিতে চ্যাম্পিয়ন রিভার প্লেট


১০ ডিসেম্বর ২০১৮ ১০:২৮

।। স্পোর্টস ডেস্ক ।।

একবিংশ শতাব্দীর সেরা দ্বৈরথের ম্যাচ বলা হচ্ছিল আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের ফাইনাল ম্যাচটিকে। ক্লাব ফুটবলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা লিবার্তাদোসের ফাইনালের দ্বিতীয় লেগে বোকা জুনিয়র্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিভার প্লেট। দুই লেগ মিলিয়ে ৫-৩ অগ্রগামিতায় চ্যাম্পিয়ন হলো রিভার প্লেট।

‘সুপার ক্লাসিকো’ খ্যাতি পাওয়া ম্যাচটি উত্তেজনা ছড়াচ্ছিল আগে থেকেই। কোপা লিবার্তাদোরেসের ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। গত ১১ নভেম্বর বোকা জুনিয়র্সের মাঠে ফাইনালের প্রথম লেগটি ২-২ গোলে ড্র হয়েছিল। রিভারের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচটি হওয়ার কথা ছিল দুই সপ্তাহ আগে। কিন্তু বুয়েনস এইরিসে রিভার সমর্থকদের সহিংসতায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। কোপা লিবার্তাদোরেসে দুই দলের ফাইনাল লেগের আগে বোকা জুনিয়র্স দলের খেলোয়াড়দের বাসে হামলা করেছিল রিভার প্লেটের সমর্থকরা।

দ্বিতীয় লেগের আগে বোকা জুনিয়র্সের বাসে ইট-পাথর মেরে বাসের কাঁচ ভেঙে ফেলে তারা। বোকার খেলোয়াড়দের দিকে পিপার স্প্রেও ছুঁড়েছিল রিভার প্লেটের সমর্থকরা। বোকার খেলোয়াড়রা আহত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার হয় ম্যাচটি। সেই হামলায় আহত হন তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ। এছাড়াও নাহিতান নানদেজ, দারিও বেনেদেত্তো, মাউরো জারাতি, রোমান আবিলা ও আগুস্টিয়ান আলমেন্দ্রাসহ বোকার বেশক’জন খেলোয়াড় আহত হন।

যে কারণে ম্যাচের সময় আরও একবার পিছিয়ে দেয়া হয়। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানিয়ে দেয়, আর্জেন্টিনার বাইরে অনুষ্ঠিত হবে দু’দলের এই ফাইনাল লেগ। পরে লাতিন আমেরিকার প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত হয় আর্জেন্টিনার বাইরে। কনমেবল ভেন্যু হিসেবে বেছে নেয় রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুকে।

বিজ্ঞাপন

পুরো দুনিয়ায় সাড়া ফেলা এই ফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে ৬২ হাজার দর্শক-সমর্থকের উপস্থিতিতে ম্যাচের ৪৪ মিনিটের মাথায় লিড নিয়েছিল বোকা জুনিয়র্স। বোকার হয়ে গোলটি করেন দারিও বেনেদেত্তো। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটের মাথায় সমতায় ফেরে রিভার প্লেট, সমতায় ফেরানো গোলটি করেন লুকাস প্রাত্তো (১-১)।

নির্ধারিত সময়ে খেলা দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯২ মিনিটে বোকা দশজনের দলে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলমার বারিওস। সেই সুযোগ কাজে লাগিয়ে ১০৯ মিনিটের মাথায় রিভার প্লেটের দ্বিতীয় গোলটি করেন হুয়ান ফার্নান্দো (২-১)। আর ১২২ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন গঞ্জালো নিকোলাস মার্টিনেজ। ৩-১ গোলের ব্যবধানে ফাইনালের মহারণে ম্যাচ জেতে রিভার প্লেট। ফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে শিরোপাও জেতে তারা, হয়ে যায় দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর