নিষিদ্ধ তিন ক্রিকেটারকে নিয়ে কোহলির আক্ষেপ
১০ ডিসেম্বর ২০১৮ ১৫:১৬
স্পোর্টস ডেস্ক ।।
দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন টেস্টে বল বিকৃতি কান্ডে জড়িত থাকায় নিষেধাজ্ঞা কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ভারতের বিপক্ষে চলতি টেস্টে নেই এই তিন ক্রিকেটার। তবে অজি এই তিন ক্রিকেটারের জন্য আক্ষেপ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির।
এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের নিষেধাজ্ঞা পান ক্যামেরন ব্যানক্রফট। এবার নিষেধাজ্ঞার সময় শেষ হচ্ছে ক্যামেরন ব্যানক্রফটের। তবে নিষেধাজ্ঞায় থাকতে হচ্ছে স্মিথ-ওয়ার্নারদের।
খেলার মাঠের বাইরে স্মিথ-ওয়ার্নারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আছে কোহলির। আর সে কারণেই অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে দেয়া সাক্ষাতকারে কোহলি বলেন, ‘এটা দেখতে আসলে খারাপ লাগে, কারণ দু’জনকেই আমি ভালো করে চিনি। মাঠের সব প্রতিযোগিতার কথা বাইরে রেখে বলতে হলে আমি বলবো, সেই ঘটনার পর আমার খুব খারাপ লেগেছে। এমন ঘটনা যেন আর না হয়, সেটাই তখন অনুভব করেছি।’
তবে বল বিকৃতি এমন কান্ডে যেন আর কাউকেই পড়তে না হয়, সেটাই বললেন কোহলি, ‘যে পরিস্থিতির মধ্যে ওদেরকে যেতে হয়েছে, সেটা যেন আর কারও না হয়। ওদেরকে নিয়ে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে, সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করবো না। একজন ক্রিকেটার হিসেবে এমন ঘটনার অভিজ্ঞতা নিতে চাই না।’
সারাবাংলা/এসএন