মেসিকেও সিরি আ’তে আসতে বলছেন রোনালদো
১০ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৫
স্পোর্টস ডেস্ক ।।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়েই ফুটবল ক্যারিয়ারের লম্বা সময় কাটিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অন্যদিকে, লা লিগা ছেড়ে এবারই ইতালিয়ান ক্লাব জুভেস্টাসে যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বার্সেলোনার স্ট্রাইকারকে লা লিগা ছেড়ে ইতালিয়ান লিগ সিরি আ’তে যোগ দিতে বললেন সিআর সেভেন।
নয় মৌসুম খেলে এবারই সিরি আ’তে যোগ দিলেন রোনালদো। লা লিগায় তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি। ইতালির খেলাধুলা বিষয়ক একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে সেই মেসিকে মিস করছেন কিনা এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘না, আমি তাকে (মেসি) এখানে মিস করি না, হয়তো সে আমাকে মিস করে।’
মেসি তার বেড়ে ওঠার সময় থেকেই আছেন ক্লাব বার্সেলোনায়। অন্যদিকে, রোনালদো খেলেছেন ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান ক্লাবে। রোনালদো বলেন, ‘আমি ইংল্যান্ড, স্পেন, ইতালির ক্লাব আর পর্তুগাল জাতীয় দলে খেলেছি। যেখানে সে (মেসি) এখনও স্পেনেই আছে। আমার মনে হয়, ওর আরও বেশি কিছু দরকার।’
বার্সা ছেড়ে সিরি আ’তে এসে মেসিকে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথাও বললেন সিআর সেভেন, ‘আমার জন্য জীবন অনেক চ্যালেঞ্জের। আমি এটাই পছন্দ করি এবং মানুষকে খুশি করাই আমার পছন্দের কাজ। ইতালিতে সে (মেসি) একদিনের জন্য এলেও আমি খুশি হবো। আমার মতো একটা চ্যালেঞ্জ গ্রহণ করুক। তবে যাইহোক, যদি সে সেখানে (সিরি আ) খুশি হয়, আমি তাকে শ্রদ্ধা করবো। সে দারুণ একজন ফুটবলার, একজন ভালো মানুষও। কিন্তু আমি এখানে কিছু মিস করতে চাই না। এটা আমার নতুন জীবন এবং আমি এখানেই ভালো আছি।’
সারাবাংলা/এসএন