Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপের সঙ্গে সাফ ফুটবলের পার্থক্য বুঝলো বাংলাদেশ


১০ ডিসেম্বর ২০১৮ ১৭:৩২

।।স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: উয়েফার কোন আয়োজনে প্রথমবারের মতো অংশ নেয়া বাংলাদেশের জন্য পরীক্ষাটা অনেক কঠিন সেটা অনুমেয় ছিল। চার জাতির অনূর্ধ্ব-১৫ যুব টুর্নামেন্টে লাল-সবুজ জার্সিধারীরা দেশের ফুটবলের সঙ্গে ইউরোপের পার্থক্যটা টের পেল বেশ ভালোভাবেই। ইউরোপের একমাত্র প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে আসা সাইপ্রাসের কাছে হেরেই উয়েফার টুর্নামেন্ট মিশন শুরু করেছে বাংলাদেশ।

সাইপ্রাসের র‍্যাংকিং আমলে নিলে দৃশ্যত বিশাল পার্থক্য বাংলাদেশের সঙ্গে। র‍্যাংকিংয়ের ৮৬ তে সাইপ্রাস। আর বাংলাদেশ ১৯২। পার্থক্যটা আকাশ-পাতালের মতোই। বয়সভিত্তিক দলের ফুটবল পার্থক্যটা বাংলাদেশের কিশোরদের বুঝিয়ে দিলো সাইপ্রাস যুবারা। আয়োজক দল থাইল্যান্ডের মাটিতে ৪-০ ব্যবধানে তাদের কাছে ধরাশায়ী মেহেদী-উচ্ছাসরা।

ম্যাচের শুরুতে অবশ্য যুবারা জ্বলে উঠলেও শেষ পর্যন্ত খেলাটা ধরে রাখতে পারেনি সাফ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ্বে এক গোলে পিছিয়ে থাকা যুবারা পরের অর্ধেই হজম করেছে আরও তিনটি গোল। ১৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ইলিয়াস কস্টিস।

প্রথমার্ধে রক্ষণ সামলে দ্বিতীয়ার্ধেই যেন রক্ষণ চিরচেরা অবস্থা। ৬৭ মিনিটে কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে সাইপ্রাস। গোল পান মারিওস। তার তিন মিনিট পর রক্ষণভাগের দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে ব্যবধান বাড়ায় সাইপ্রাস। গোল পান অ্যাঞ্জেলেস। ম্যাচের যোগ করা সময়ে শেষ গোলটি করে ম্যাচকে বাংলাদেশের হাতের নাগাল থেকে অনেক দূরে নিয়ে যান আন্দ্রেস।

চার জাতির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, বাংলাদেশ, সাইপ্রাস ও মালদ্বীপ। ইউরোপের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে সাইপ্রাস।

বিজ্ঞাপন

১২ ডিসেম্বর (বুধবার) স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন কিশোররা। ১৪ ডিসেম্বর (শুক্রবার) আসরের শেষ ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। পয়েন্টের ভিত্তিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারিত হবে।

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলটিই উয়েফা মিনি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১৮ সদস্যের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা ৫ কিশোর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল:

মেহেদী হাসান, মারুফ আহমেদ মুগ্ধ, নাহিদ জামান উচ্ছাস, রাজা আনসারি, তহিদুল ইসলাম হৃদয়, রোস্তম ইসলাম, রবিউল আলম, নাজমুল আহমেদ শাকিল, আল আমিন, আশিকুর রহমান, হেলাল আহমেদ, কামরান উদ্দিন রাজু, মেহদি হাসান (২), মিতুল মার্মা, মঈনুল ইসলাম মঈন, রাজন হাওলাদার, রাসেল আহমেদ ও ইবনে আহাদ শাকিল।

সারাবাংলা/জেএইচ/এসএন

অনূর্ধ্ব-১৫ বাংলাদেশ সাইপ্রাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর