Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারামারির ঘটনায় শাস্তি কমলো তিন ফুটবলারের


১২ ডিসেম্বর ২০১৮ ২০:১৮

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে মাঠের মধ্যে মারামারির অনাকাঙ্খিত ঘটনায় বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া চার ফুটবলারদের মধ্যে তিন ফুটবলারের শাস্তি কমেছে। ফুটবলাররা শাস্তি কমানোর আপিলের শুনানিতে শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের আপিল বিভাগ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের বোর্ড রুমে বাফুফে আপিল কমিটির এক সভায় মঙ্গলবার বিকালে কমিটির চেয়ারম্যান জনাব আবদুল মুয়ীদ চৌধুরী-এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার দুই ম্যাচ নিষেধাজ্ঞা কমেছে। যেখানে ৮ ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি কমে ছয় ম্যাচে হয়েছে। এক লাখ টাকার আর্থিক জরিমানা বহাল রাখা হয়েছে। এদিকে, কিংসের আরেক ফুটবলার তৌহিদুল আলম সবুজ ও ঢাকা আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়ার ম্যাচ শাস্তি কমেছে একটি করে। ৬ ম্যাচের জায়গায় এখন ৫টি ম্যাচ খেলতে পারবেন না তারা। সঙ্গে তাদের প্রত্যেকের আর্থিক ৫০ হাজার টাকার জরিমানা বহাল রাখা হয়েছে।

তবে, ঢাকা আবাহনীর ফুটবলার নাবীব নেওয়াজ জীবনের আবেদন আপিলযোগ্য নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাফুফে আপিল বিভাগ। জীবন ছাড়া বাকী তিন ফুটবলার শাস্তি কমার পরেও পারছেন স্বাধীনতা কাপ খেলতে।

ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের মধ্যে মারামারি:
ফেডারেশ কাপের ফাইনাল ম্যাচ। নির্ধারিত ম্যাচের তখন তিন মিনিট বাকি। কিংস আর আবাহনীর খেলোয়াড়রা মারামারির কাণ্ডে জড়িয়ে পড়েন। খেলা বন্ধ সাত মিনিটের মতো। পরে দুই দলের চার ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে সাজঘরে পাঠান রেফারি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসের দুই ফুটবলার সুশান্ত ত্রিপুরা ও তৌহিদুল আলম সবুজ এবং আবাহনীর মামুন মিয়া ও নাবীব নেওয়াজ জীবন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর