Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেই আজহার-ইমাম, ফিরেছেন শেহজাদ


১১ জানুয়ারি ২০১৮ ১৩:৪৫

সারাবাংলা ডেস্ক

নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ওয়ানডে দলে বাদ পড়েছিলেন আহমেদ শেহজাদ। তবে এই ওপেনারকে তিন ম্যাচের সিরিজ খেলতে টি-টোয়েন্টি দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। আর ওয়ানডে দলে শেহজাদের বদলে জায়গা পাওয়া আজহার আলীকে রাখা হয়নি টি-টোয়েন্টিতে।

আরেকটি পরিবর্তন এসেছে টি-টোয়েন্টির এই সিরিজের দলে। প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ভাতিজা ইমাম উল হকের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাটসম্যান উমর আমিনকে।

এদিকে, অলরাউন্ডার ইমাদ ওয়াসিম হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও সুযোগ পাননি। তার পরিবর্তে মোহাম্মদ নওয়াজকে নেওয়া হয়েছে।

চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি শেষে পাকিস্তান ২-০তে পিছিয়ে রয়েছে। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ওয়েলিংটনে শুরু হবে ২২ জানুয়ারি।

টি-টোয়েন্টি দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, হাসান আলী, রুম্মন রইস ও উমর আমিন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর