বার্নাব্যুতে হারের দায় নিজের কাঁধে নিলেন সোলারি
১৩ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৫
স্পোর্টস ডেস্ক ।।
চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বড় লজ্জায় পড়তে হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে। বুধবার (১২ ডিসেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সিএসকেএ মস্কোর বিপক্ষে ৩-০ গোলে হারের পর দলের হারের দায়টা নিজের কাঁধেই নিয়েছেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি।
গ্রুপ পর্বের শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল রিয়াল। তাই ঘরের মাঠে এই ম্যাচে নিয়মিত একাদশের কয়েকজনকে বেঞ্চে রেখেই শুরুর একাদশ সাজিয়েছিলেন সোলারি। যে কারণে লজ্জার হার দেখতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এত বড় ব্যবধানে আর কখনও হারেনি রিয়াল।
তাই দায়টা নিজের কাঁধে নিয়ে সোলারি বলেন, ‘এই ম্যাচে কোনো জায়গাতেই দল শক্তিশালী ছিল না। এই ফলাফলে আমি দুঃখ পেয়েছি। আমি জানি, আমরা ঝুঁকি নিয়েছি। এটা পরিস্কার করেই বলতে হবে। এই ম্যাচে অন্য কিছুও হতে পারত, কারণ এটা নির্ভর করে শক্তির ওপর। এই ম্যাচে আমরা কোনও জায়গাতেই শক্তিশালী ছিলাম না।’
তবে এই ম্যাচের আগে জয়টাই প্রত্যাশা করেছিলেন রিয়াল কোচ, ‘দ্বিতীয়ার্ধের খেলাটা আমার পছন্দ হয়নি। এজন্য আমাকেই দায় নিতে হবে, কারণ আমিই তরুনদের নিয়ে দল সাজিয়েছি।’
তবে এই ম্যাচে হারলেও গ্রুপ পর্বের শীর্ষে থেকেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পৌছে গেছে সোলারির দল।
সারাবাংলা/এসএন