Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৈরি হচ্ছেন দ্রাবিড়-যোশির ছেলেরা


১১ জানুয়ারি ২০১৮ ১৪:২১

সারাবাংলা ডেস্ক

বাবার পথেই হাঁটছেন সামিত এবং আরিয়ান। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল খ্যাত সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত স্কুল ক্রিকেটে সেঞ্চুরি করে তারই প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ এবং ভারতের সাবেক স্পিনার সুনিল যোশির ছেলে আরিয়ানও সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিয়েছেন বাবার মতো ভারতীয় ক্রিকেটের হাল ধরতে তৈরি।

কর্নাটক প্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েশনের বিটিআর কাপ অনূর্ধ্ব-১৪ আন্তঃস্কুল ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন সামিত-আরিয়ান। বাবার জন্মদিনের ঠিক এক দিন আগেই (১১ জানুয়ারি দ্রাবিড়ের জন্মদিন) সেঞ্চুরি করলেন সামিত। দ্রাবিড় এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলকে নিয়ে নিউজিল্যান্ডে অবস্থান করছেন। আর বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে টাইগারদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনিল যোশি।

মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলা সামিত ১৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়ানডের সেই ম্যাচে কৃতিত্ব দেখিয়েছেন ভারতের সাবেক স্পিনার সুনিল যোশির ছেলে আরিয়ানও। সামিতের ১৫০ ও আরিয়ানের ১৫৪ রানের ইনিংসের সুবাদে দল ৫ উইকেটে ৫০০ রান করে। জবাবে প্রতিপক্ষ মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায়। তাদের এমন দুর্দান্ত নৈপুণ্যে বিবেকানন্দ স্কুলের বিপক্ষে ৪১২ রানের বিশাল জয় পায় মালিয়া অদিতি স্কুল।

দুই বছর আগে বেঙ্গালুরু ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১৪ স্কুল ক্রিকেটে ১২৫ রানের একটি ইনিংস খেলে সকলের দৃষ্টি কেড়েছিলেন সামিত। ফ্রাঙ্ক অ্যান্থোনি পাবলিক স্কুলের বিপক্ষে টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টে সেই ইনিংসে সামিত ১২টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। ২০১৫ সালের অনূর্ধ্ব-১২ গোপালান ক্রিকেট টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছিলেন দ্রাবিড়ের ছেলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর