Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইন্ডিজদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল


১৪ ডিসেম্বর ২০১৮ ১২:৪৫

।। স্পোর্টস ডেস্ক ।।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর বাংলাদেশ খেলছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি। এরপর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে। এরই মধ্যে উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসানকে অধিনায়ক এবং মাহমুদউল্লাহকে সহ-অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে খেলা শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন দুই ব্যাটসম্যান সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন এবং পেসার আবু জায়েদ চৌধুরী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

টি-টোয়েন্টির স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি এবং আরিফুল হক।

প্রথম টি-টোয়েন্টি: সিলেট, ১৭ ডিসেম্বর, বিকেল ৪টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: মিরপুর, ২০ ডিসেম্বর, বিকেল ৫টা
তৃতীয় টি-টোয়েন্টি: মিরপুর, ২২ ডিসেম্বর, বিকেল ৫ টা

সারবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর