Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়-সাব্বির-মিঠুনদের প্রস্তুতি ম্যাচ বাতিল


১১ জানুয়ারি ২০১৮ ১৫:৫৬

স্টাফ করেসপন্ডেন্ট

১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল জিম্বাবুয়ে দলের। আগামী শনিবার বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সূচি ছিল জিম্বাবুয়ের। কিন্তু ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে সেটি বাতিল করা হয়।

বিজ্ঞাপন

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামেনে রেখে ১৩ জানুয়ারি বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের আসা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত মঙ্গলবার জানানো হয়, একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসবে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, বৃহস্পতিবারও নয়, জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসবে শুক্রবার। একসঙ্গে সব ক্রিকেটার আসছে না। ভাগে ভাগে আসা জিম্বাবুইয়ানদের প্রথম দলটি শুক্রবার বিকেল ৫টায় আসার কথা। প্রথম ভাগে দলের ৫ জন আসবে, বাকিরাও ভাগে ভাগে আসবে। তাই প্রস্তুতি ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, ঢাকায় এসে পরের দিনই প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না সফরকারীরা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছিল ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য ডাক পাওয়া চার ক্রিকেটারকে। তারা হলেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হারালেন এই চার ক্রিকেটার।

বিজ্ঞাপন

মূল দলে সুযোগ না পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্তকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। এই ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছিল। গত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে জাতীয় দলের বাইরে সৈকত।

আরও ছিলেন বিপিএলে ভালো খেলে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়া আরিফুল হক ও মেহেদী হাসান। এছাড়া নতুন করে সুযোগ দেওয়া হয়েছিল ইবাদত হোসেন, খালিদ হাসান, ইমরান আলী ও তানভীর হায়দারকে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর