Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


১৪ ডিসেম্বর ২০১৮ ১৯:৩০

।। স্পোর্টস ডেস্ক ।।

সিলেটে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৬৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সময়ের প্রবল পরাক্রমশলী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটি চতুর্থ সিরিজ জয়। ১১.৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। বিশ্বকাপের আগে বাংলাদেশ নিজেদের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায়।

টেস্টের পর ওয়ানডে সিরিজেও উইন্ডিজ বধ করলো টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তোলার পর দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি স্বাগতিক বাংলাদেশ, হেরেছিল শেষ ওভারে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৪ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী ম্যাচে উইন্ডিজদের ছুঁড়ে দেওয়া ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল আর সৌম্য সরকারের দারুণ ইনিংসে স্বাগতিকরা ৩৮.৩ ওভারেই জয়ের বন্দরে নোঙ্গর করে। ২-১ এ সিরিজও জেতে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজও জিতেছিল টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার টাইগাররা নামবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

প্রথম টি-টোয়েন্টি: সিলেট, ১৭ ডিসেম্বর, বিকেল ৪টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: মিরপুর, ২০ ডিসেম্বর, বিকেল ৫টা
তৃতীয় টি-টোয়েন্টি: মিরপুর, ২২ ডিসেম্বর, বিকেল ৫ টা

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর