।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: ব্রোঞ্জ পদক আগেই নিশ্চিত করে ফেলেছে এলিনা-শাপলা। ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের নারী দ্বৈতে নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় ব্রোঞ্জ পদক নিশ্চিত করা নারীরা হেরে গেলো সেমিতে। শেষ চারে জিতলেই রৌপ্য বা স্বর্ণ জয়ের স্বপ্ন দেখতো দেশসেরা এই শাটলাররা।
সেই স্বপ্ন জলাঞ্জলি গেলেও দেশের হয়ে প্রথম ও একটি পদক নিশ্চিত করেছে এলিনা ও শাপলা।
শুক্রবার (১৪ ডিসেম্বর) শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে এই ইভেন্টে মালয়েশিয়ার কাছে ২১-৩ ও ২১-৭ সেট ব্যবধানে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দুই নারী ক্রীড়াবিদকে। তবে, ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে তারা।
আজ দিনভর সেমি ফাইনাল ম্যাচগুলোই অনুষ্ঠিত হয়েছে। মূল আকর্ষণ ছিল বাংলাদেশের ম্যাচ। মালয়েশিয়ার ভিভিয়ান হো ও চেং ওয়েনের কাছে অবশ্য প্রতিরোধই গড়ে তুলতে পারেন নি এলিনা ও শাপলা জুটি। তবে, দেশের হয়ে একমাত্র পদক পেয়েছে এই জুটি।
ব্রোঞ্জ পদক জিতে উচ্ছ্বসিত এলিনা সুলতানা বলেন, ‘এককে আমরা পারিনি। কিন্তু দ্বৈতে প্রত্যাশা মেটাতে পেরেছি। দেশের মাটিতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করতে পারায় আনন্দ লাগছে।’ আর শাপলা আক্তার বলেন, ‘দেশের জন্য একটি পদক অন্তত এনে দিতে পেরেছি।
সারাবাংলা/জেএইচ