Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে যেতেই হচ্ছে রোনালদোকে!


১৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে শাস্তির মুখে পড়েন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। কর ফাঁকির দায়ে ১৪.৭ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হয়েছে তাকে। তবে জরিমানা দিলেও এবার আদালতে হাজির হতে হবে তাকে।

রিয়াল মাদ্রিদে থাকালীন সময়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছবি স্বত্ব থেকে আয় করা অর্থের পরিমাণ এড়িয়ে যান রোনালদো। যে কারণে কর ফাঁকির অভিযোগে শাস্তি হিসেবে দুই বছর জেল দেয়া হয় তাকে। তবে স্পেনের নিয়ম অনুযায়ী দুই বছর বা তার চেয়ে কম শাস্তি হলে কারাদণ্ড ভোগ করার বদলে আর্থিক জরিমানা প্রদান করতে হয়।

বিশ্বকাপ চলাকালীন সময়ে সশরীরে না গিয়ে আইনজীবী হোসে আন্তোনিওর মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করেন রোনালদো। তবে নিয়ম অনুযায়ী স্প্যানিশ আদালতে অপরাধীর শুনানি ও জরিমানা পরিশোধের সময় দায়ী ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকতে হয়। কিন্তু রোনালদো আদালতে হাজির হননি। তাই এবার বিচারের জন্য স্পেন আদালতে যেতে হচ্ছে পর্তুগিজ তারকাকে।

বিজ্ঞাপন

আগামী ১৪ জানুয়ারির মধ্যে স্পেনের বিচারকদের সামনে উপস্থিত থাকতে হবে রোনালদোকে। তা না হলে নতুন ঝামেলায় পড়তে হবে তাকে।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো জরিমানা স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর