Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টি-টোয়েন্টিতে এখনও প্রমাণের অনেক কিছু আছে বাংলাদেশের’


১৬ ডিসেম্বর ২০১৮ ১৬:০৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ দল এখন প্রস্তুতি নিচ্ছে সিলেটে, কাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ অবশ্য মিরপুরে মাঠে নেমে পড়লেন মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, আকরাম খানরা। বিজয় দিবস উপলক্ষে শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশের প্রীতি ম্যাচ প্রতি বছরেই হয়ে আসছে। এই বছরেও ব্যতিক্রম হয়নি তার, প্রীতি ম্যাচের পুনর্মিলনীতে ক্রিকেটাররা উদযাপন করলেন বিজয় দিবস।

বিজ্ঞাপন

সেই ম্যাচের পর কালকের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বললেন দুই জাতীয় নির্বাচক মিনহাজুল ও হাবিবুল। দুজনেই বললেন, টি-টোয়েন্টিতে জয় পাওয়াটা সহজ হবে না।
বাংলাদেশ কোচ স্টিভ রোডস কাল যেমন বলেছেন, টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ অনেক কঠিন প্রতিপক্ষ হবে। মিনহাজুলের কণ্ঠেও একই প্রতিধ্বনি, ‘এখন যেহেতু টি-টোয়েন্টি সিরিজ সামনে, আগামীকাল থেকে সিরিজ শুরু হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা খুবই কঠিন সিরিজ হবে, চ্যালেঞ্জিং সিরিজ হবে। কারণ শর্টার ভার্সনে ওয়েস্ট ইন্ডিজ সবসময় ভালো দল। এটা আমাদের মাথায় আছে। তারপরও হোম সয়েলে যেহেতু আমরা টেস্ট-ওয়ানডেতে ভালো করেছি, সেই হিসাবে আমাদের এক্সপেকটেশনও অনেক হাই। তবে বাংলাদেশ যেভাবে বোলিং করছে, ব্যাটিং করছে, সব বিভাগে যেহেতু ভালো করছে, আমরাও আশাবাদী যে এই সিরিজটাও ভালো যাবে।’

টেস্ট আর ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বছরের শেষটা ভালোই হচ্ছে বাংলাদেশের। সামনে বিপিএলের পর নিউজিল্যান্ড সিরিজ। সেখানে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। মিনহাজুল এখনই তাকিয়ে আছেন সেদিকে, ‘বিপিএল সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের খেলা। আমাদের ওখানে তিনটা টেস্ট ম্যাচ আছে। আমরা অনেক দিন পর তিনটা টেস্ট ম্যাচের একটা সিরিজ পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমরা কিন্তু ব্যাক টু ব্যাক লঙ্গার ভার্সনে এত গুলো ম্যাচ খেলি না। আমাদের এই প্লেয়াররা কিন্তু তিনটা টেস্ট ম্যাচ কখনো খেলেনি। সে হিসেবে প্লেয়ারদের ফিট থাকা জরুরি। পুরোপুরি ফিটনেস না থাকলে পারফর্ম করাও কঠিন। অনেক কিছু মাথায় নিয়ে আমাদের বসতে হবে। টিম ম্যানেজমেন্টের সাথে বসে এই সিরিজ শেষেই আমরা দল রেডি করে ফেলবো।’

বিজ্ঞাপন

নির্বাচক হাবিবুল বাশার অবশ্য নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কিছু বললেন না। তবে টি-টোয়েন্টি সিরিজটা যে সহজ হবে না, মনে করিয়ে দিলেন তিনিও, ‘এই সিরিজটা আমাদের খুব ভালো গেছে, এই বছরটা আমাদের খুব ভালো গেছে। আমি মনে করি এমনই হওয়া উচিত। ডেফিনিটলি আমরা খুব খুশি তবে এখন আমাদের কাজটা শেষ হয়ে যায়নি। আমাদের টি-টোয়েন্টিতে অনেক কিছু প্রমাণ করার আছে। আমরা এই ফরম্যাটটা অন্য দুই ফরম্যাটের মতো ওতটা ভালো খেলি না। অতটা ধারাবাহিক না। কিন্তু গত সিরিজ যদি দেখেন, আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওদের হারিয়ে এসেছি। অবশ্যই আমরা আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট, আমাদের বিশ্বাসটা অনেক বাড়িয়ে দিয়েছে। এই সিরিজ সহজ হবে না। তবে এই মুহূর্তে বাংলাদেশ খুব ভালো ফর্মে আছে। আমি আশাবাদি টি-টোয়েন্টি সিরিজটাও ভালো যাবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর