১ ম্যাচে ২ জার্সি নিয়ে ‘বিরল’ আবাহনী!
১১ জানুয়ারি ২০১৮ ২২:৪১
জাহিদ-ই-হাসান
ছবিটা একটু ভালো করে দেখুন। দুটি ছবি একই ফ্রেমে। দুইটিই এক ম্যাচের। বাম পাশে ছবিতে রুবেল মিয়া ধুসর কালো পোশাকে বল নিয়ে কাড়িকুড়ি করছেন, দ্বিতীয় ছবিতে সানডে বল দখলে নেয়ার চেষ্টা করছেন। দুই জনই একই দলের খেলোয়াড়। ঢাকা আবাহনী নীল শিবিরের সেনানী দুই তারকা।
এক ম্যাচে ভিন্ন দুইটি জার্সি পড়ে মাঠে নেমেছে ঢাকা আবাহনী। একটু ‘অদ্ভুত’ই বটে। জানতে ইচ্ছে করে আসলে রহস্যটা কি?
প্রথমার্ধে কালো ধুসর জার্সি পড়ে হলুদ! রহস্য জন্ম দিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা দর্শক-গণমাধ্যমকর্মী সবারই। সবারই চোখ ছানাবড়া।
এও কি কখনও সম্ভব?
ম্যাচ কমিশনার ইব্রাহিম মূসা অবশ্য জানালেন, ‘ঢাকা আবাহনী আমাকে জানিয়েই জার্সি পড়ে নেমেছে।’
কিন্তু দুই জার্সি পড়ে কেন? একটা পড়েই তো ম্যাচ শেষ করতে পারতো? ব্যাখ্যাটা দিলেন মূসা নিজেই, আসলে চট্টগ্রাম আবাহনী আর ঢাকা আবাহনী দুই দল মুখোমুখি হলে এ সমস্যা হয়। তাদের দুই দলরই জার্সি রঙ এক। নীল। কিন্তু ফিক্সার হিসেবে চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি ‘হোম ম্যাচ’ ছিল। তাই বাইলজ অনুযায়ী ঢাকা আবাহনীকে অ্যাওয়ে ম্যাচের জার্সি পড়তে হয়েছে। সেজন্য কালো পড়ে খেলেছে। অবশ্য এটা তাদের প্রাকটিস জার্সি।’
তাহলে অনুশীলন জার্সি পড়ে খেলার কারণ কি? দলের অধিনায়ক মামুন মিয়া সেই রহস্যের উন্মোচন করলেন, ‘আসলে আমাদের হলুদ জার্সি পড়েই খেলার কথা ছিল, ম্যাচের শুরুতে ছিল না তাই কালোটা দিয়ে খেলেছি। পরে দ্বিতীয়ার্ধে হলুদ জার্সি পাওয়ার পর সেটা গায়ে দিয়ে খেলেছি।’
সারাবাংলা/জেএইচ