Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় হারের স্বাদ পেল কোহলিরা


১৮ ডিসেম্বর ২০১৮ ১০:৪৭

স্পোর্টস ডেস্ক ।।

সফরকারী ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ৩১ রানে হারতে হয় অস্ট্রেলিয়াকে। তবে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো অজিরা।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল ২৮৭ রানের। সোমবার (১৭ ডিসেম্বর) জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারতের। জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ছিল ৫ উইকেটে ১৭৫ রান।

তবে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ব্যাট করতে নেমে অজিদের বোলারদের সামনে দাঁড়াতেই পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ দিনে মাত্র ২৮ রান যোগ করেই ১৪০ রানে থেমে যায় ভারতের ইনিংস।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও নাথায় লায়ন ৩টি করে উইকেট পান। আর ২টি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

এর আগে পার্থে টস জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ৩২৬ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে করে ২৮৩ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া ২৪৩ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৮৭ রান।

ম্যাচসেরা নির্বাচিত হন দুই ইনিংসে মোট ৮ উইকেট নেয়া নাথান লায়ন।

সিরিজের তৃতীয় টেস্ট (বক্সি-ডে টেস্ট) মেলবোর্নে শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর