Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির সমালোচনায় বলিউড অভিনেতা


১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

ব্যাট হাতে কখন ঝড় তুলবেন সেটা হয়তো আগে থেকে বুঝতেই পারেন না প্রতিপক্ষের খেলোয়াড়রা। যে কোনো সময়েই বোলারদের ফেলে দিতে পারেন দুশ্চিন্তায়। তবে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আলো ছড়ালেও তার আগ্রাসী আচরণ নিয়েও কম সমালোচনা হয়না। এবার ভারতীয় এই তারকা ব্যাটসম্যানের সমালোচনা করলেন বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে জয় পায় কোহলির দল। তবে দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৬ রানের বড় ব্যবধানে হারে ভারত। এই ম্যাচে এক কান্ড ঘটিয়ে বসেন কোহলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের সঙ্গে আগ্রাসী আচরণ দেখান ভারতীয় এই অধিনায়ক।

বিজ্ঞাপন

এমন আচরণ আগেও অনেকবার করেছেন কোহলি। তবে এবার ফের এমন আচরণ সহজভাবে নেন নি নাসিরউদ্দিন শাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোহলির আচরণ নিয়ে একটি পোস্ট করেন খ্যাতিমান এই অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘বিরাট কোহলি শুধু বিশ্বের সেরা ব্যাটসম্যানই নয়, সবচেয়ে বাজে আচরণের খেলোয়াড়ও সে। ক্রিকেটে তার দারুণ কীর্তিগুলোর পাশে তার আগ্রাসী ও বাজে আচরণও আছে… এবং একথা বলে অবশ্য দেশ ছাড়বো এমন চিন্তা আমার নেই।’

সারাবাংলা/এসএন

নাসিরউদ্দিন শাহ বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর