Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যালাক্সিতেই থাকবেন ইব্রাহিমোভিচ


১৮ ডিসেম্বর ২০১৮ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

চলতি বছরেই যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেন সুইডিশ তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে এবার সুইডিশ এই স্ট্রাইকারকে দলে নিতে চাইছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এমন গুঞ্জন উঠেছে ফুটবল পাড়ায়, এমন আগ্রহ দেখিয়েছে এসি মিলানও। তবে গ্যালাক্সিতেই থাকতে চান বলে জানিয়ে দিয়েছেন ইব্রা।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এ বছরই গ্যালাক্সিতে আসেন ৩৭ বছর বয়সি। চলতি মৌসুমে গ্যালাক্সির জার্সিতে ২৭ ম্যাচে ২২ গোল করেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের সাবেক এই তারকা।

তবে তার সাবেক ক্লাব এসি মিলান ও রিয়ালের আগ্রহের গুঞ্জনের পর ইব্রা জানিয়েছেন, বর্তমান ক্লাব গ্যালাক্সির হয়েই লম্বা সময় খেলতে চান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ইব্রা। যেখানে দেখা যায় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির ড্রেসিং রুমে দাঁড়িয়ে আছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘এখনও এখানে (গ্যালাক্সি) সব কিছু শেষ করিনি।’

সারাবাংলা/এসএন

জ্লাতান ইব্রাহিমোভিচ লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর