Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যান্ডবলে পুরুষে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বিজিবি ও নারীতে আনসার


১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৪

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে শিরোপা ঘরে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সঙ্গে টানা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডে নাম লেখালো বিজিবি। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়র্স্টোন ইঞ্জনিয়িারং লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গত ১৩ ডিসেম্বর থেকে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং আজ ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখ আয়োজিত প্রতিযোগিতায় ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

দুপুরে পুরুষ বিভাগের অনুষ্ঠিত ফাইনাল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ  ৩২-০৯ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৪-০৩ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের পক্ষে তাজু হাসান ১০টি গোল ও বিজিত দলের পক্ষে মাহবুবুল ৫টি গোল করে।

বিকাল ৩টায় নারী বিভাগের অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংলাদেশ আনসার ২৩-১৪ গোলে বি জে এম সি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উভয় দল প্রথমার্ধে ১৩-০৭ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের পক্ষে ইসমত আরা ৬টি গোল করে এবং বিজিত দলের পক্ষে রুপা ৬টি গোল করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জনাব আব্দুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সম্মানিত ফেডারেশনের সাধারন সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের অতি: ডিআইজি  মোসা: রখফার সুলতানা খানম এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও বাংলাদশে হ্যান্ডবল ফডোরশেন এর কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেন সহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর