Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের নিলামে চমক, কে কোন দল পেলেন


১৮ ডিসেম্বর ২০১৮ ২১:৪৭

।। স্পোর্টস ডেস্ক ।।

ভারতের জয়পুরে বসেছিল ২০১৯ সালের আইপিএলের নিলাম। ১২তম আসরের জন্য ১০০৩ ক্রিকেটার থেকে বাছাইকৃত ৩৫১ ক্রিকেটারকে তোলা হয়েছিল নিলামের জন্য। আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলের জন্য ক্রিকেটারদের ডেকে নেওয়ার সুযোগ পায়। ২০ লাখ রূপির বেসপ্রাইসে থাকলেও চমক দেখিয়ে কিংস ইলিভেন পাঞ্জাবে ৮ কোটি ৪০ লাখ রূপিতে গিয়েছেন অলরাউন্ডার বরুন চক্রবর্তী, বেঙ্গালুরু ৫ কোটি রূপিতে নিয়েছে আরেক অলরাউন্ডার শিভাম দুবেকে, পাঞ্জাব ৪ কোটি ৮০ লাখ রূপিতে উইকেটরক্ষক প্রাভসিমরান সিংকে নিয়েছে। নিলামে দল পাওয়া ৬০ ক্রিকেটারের মধ্যে বিদেশি ২০ জন। তাতে দলগুলো খরচ হচ্ছে ১০৬ কোটি ৮০ লাখ রূপি।

২ কোটি রূপির সর্বোচ্চ বেসপ্রাইসে ছিলেন ৯ বিদেশি ক্রিকেটার। তারা হলেন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস ওকস, লাসিথ মালিঙ্গা, শন মার্শ, কলিন ইনগ্রাম, ইয়ন মরগান, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং ডি আর্চি শর্ট। দেড় কোটির তালিকায় ছিলেন ভারতের জয়দেব উনাদকাট। গত আসরে ১১.৫ কোটিতে বিক্রি হয়েছিলেন তিনি। আরও ছিলেন ডেল স্টেইন, মরনে মরকেল। ১ কোটির বেসপ্রাইসে ছিলেন ভারতের সিনিয়র অলরাউন্ডার যুবরাজ সিং, মোহাম্মদ শামি এবং আক্সার প্যাটেল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই এবার ছেড়ে দিয়েছে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এবারের আইপিলের নিলামের জন্য মোস্তাফিজের নাম পাঠানো হয়নি। পাঠানো হয়েছিল ১০ ক্রিকেটারের নাম। তবে, সেখান থেকে আইপিএলের নিলাম কমিটি রেখেছিল মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর নাম। উইকেটরক্ষক ক্যাটাগরিতে মুশফিক আর অলরাউন্ডার ক্যাটাগরিতে মাহমুদউল্লাহর বেসপ্রাইস রাখা হয় ৫০ লাখ রূপি।

দেখে নেওয়া যাক কে কোন দলে সুযোগ পেলেন:
১। দিল্লি ক্যাপিটালস: আক্সার প্যাটেল (অলরাউন্ডার, ৫ কোটি), হনুমা বিহারি (ব্যাটসম্যান, ২ কোটি), ইশান্ত শর্মা (বোলার, ১ কোটি ১০ লাখ), অঙ্কুশ বাইনস (উইকেটরক্ষক, ২০ লাখ), কলিন ইনগ্রাম (ব্যাটসম্যান, ৬ কোটি ৪০ লাখ), নাথু সিং (বোলার, ২০ লাখ), শেরফানে রাদারফোর্ড (অলরাউন্ডার, ২ কোটি), কেমো পল (অলরাউন্ডার, ৫০ লাখ), জালাজ সাক্সেনা (অলরাউন্ডার, ২০ লাখ), বানদারু আয়াপ্পা (বোলার, ২০ লাখ)
২। কিংস ইলিভেন পাঞ্জাব: মোহাম্মদ শামি (বোলার, ৪ কোটি ৮০ লাখ), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ৪ কোটি ২০ লাখ), মইসেস হেনরি (অলরাউন্ডার, ১ কোটি), সরফরাজ খান (অলরাউন্ডার, ২৫ লাখ), বরুন চক্রবর্তী (অলরাউন্ডার, ৮ কোটি ৪০ লাখ), স্যাম কুরান (অলরাউন্ডার, ৭ কোটি ২০ লাখ), হারদুস ভিলজোনে (বোলার, ৭৫ লাখ), আর্শদীপ সিং (বোলার, ২০ লাখ), দর্শন নালকান্দে (অলরাউন্ডার, ৩০ লাখ), প্রাভসিমরান সিং (উইকেটরক্ষক, ৪ কোটি ৮০ লাখ), অগ্নিভেস আয়াচি (অলরাউন্ডার, ২০ লাখ), হারপ্রিত বারার (অলরাউন্ডার, ২০ লাখ), মুরুগান অশ্বিন (বোলার, ২০ লাখ)
৩। কলকাতা নাইট রাইডার্স: কার্লোস ব্রাথওয়েইট (অলরাউন্ডার, ৫ কোটি), লুকি ফার্গুসন (বোলার, ১ কোটি ৬০ লাখ), আনরিচ নরতজে (বোলার, ২ কোটি), হ্যারি গার্নি (বোলার, ৭৫ লাখ), নিখিল শংকর (উইকেটরক্ষক, ২০ লাখ), পৃথ্বিভী রাজ (বোলার, ২০ লাখ), জো ডেনলি (ব্যাটসম্যান, ১ কোটি), শ্রীকান্ত মুনধে (অলরাউন্ডার, ২০ লাখ)
৪। মুম্বাই ইন্ডয়ান্স: লাসিথ মালিঙ্গা (বোলার, ২ কোটি), আমোলপ্রিত সিং (ব্যাটসম্যান, ৮০ লাখ), বারিন্দার সিং (বোলার, ৩ কোটি ৪০ লাখ), পঙ্কজ জাসওয়াল (অলরাউন্ডার, ২০ লাখ), রাশিখ দার (বোলার, ২০ লাখ), যুবরাজ সিং (অলরাউন্ডার, ১ কোটি)
৫। রাজস্থান রয়েলস: জয়দেব উনাদকাট (বোলার, ৮ কোটি ৪০ লাখ), বরুন অ্যারন (বোলার, ২ কোটি ৪০ লাখ), ওশানে থমাস (বোলার, ১ কোটি ১০ লাখ), শশাঙ্ক সিং (অলরাউন্ডার, ৩০ লাখ), লিয়াম লিভিংস্টোন (অলরাউন্ডার, ৫০ লাখ), সুভাম রঞ্জন (অলরাউন্ডার, ২০ লাখ), মানান ভোরা (ব্যাটসম্যান, ২০ লাখ), রিয়ার পরাগ (অলরাউন্ডার, ২০ লাখ), অ্যাস্টন টার্নার (অলরাউন্ডার, ৫০ লাখ)
৬। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: শিমরন হেটমেয়ার (ব্যাটসম্যান, ৪ কোটি ২০ লাখ), গুরকীরাত সিং মান (অলরাউন্ডার, ৫০ লাখ), দেভদুত পাডিকাল (ব্যাটসম্যান, ২০ লাখ), শিভাম দুবে (অলরাউন্ডার, ৫ কোটি), হেইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক, ৫০ লাখ), হিম্মত সিং (ব্যাটসম্যান, ৬৫ লাখ), মিলিন্দ কুমার (অলরাউন্ডার, ২০ লাখ), প্রয়াস রায় বর্মন (অলরাউন্ডার, ১ কোটি ৫০ লাখ), আকাশদীপ নাথ (অলরাউন্ডার, ৩ কোটি ৬০ লাখ)
৭। সানরাইজার্স হায়দ্রাবাদ: জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক, ২ কোটি ২০ লাখ), রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক, ১ কোটি ২০ লাখ), মারটিন গাপটিল (ব্যাটসম্যান, ১ কোটি)
৮। চেন্নাই সুপার কিংস: মোহিত শর্মা (বোলার, ৫ কোটি), গুটুরাজ গাইওয়াদ (ব্যাটসম্যান, ২০ লাখ)

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর