Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরতি ভেঙে মাঠে শেষ চারের লড়াই


১৮ ডিসেম্বর ২০১৮ ২৩:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ বছরের দ্বিতীয়বারের মতো চলা স্বাধীনতা কাপের শেষ চারের লড়াই শুরু হচ্ছে বুধবার থেকে। চমক বলতে ব্রাদার্স ইউনিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরামবাগকে হারিয়ে সেমিতে। অন্যদিকে বাকী তিন দল ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ফ্যাভারিট হিসেবে শেষ চার নিশ্চিত করেছে।

চার দিনের বিরতির পর বুধবার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে শেষ চারের লড়াই। দুই সেমি ফাইনাল আর একটি ফাইনাল দেখার অপেক্ষা ফুটবল সমর্থকরা।

কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করা শেখ রাসেলের মুখোমুখি হবে আরামবাগকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে শেষ চারের টিকিট কাটা ব্রাদার্স ইউনিয়ন। বুধবার ম্যাচটি বিকাল সাড়ে চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

একই ভেন্যুতে সাইফকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করা ঢাকা আবাহনীর বিপক্ষে শেষ চারে লড়বে রহমতগঞ্জকে হারিয়ে সেমির টিকেট কাটা তারকাবহুল দল বসুন্ধরা কিংস। ম্যাচটি বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) একই সময়ে অনুষ্ঠিত হবে।

২৪ ডিসেম্বর একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই সেমি ফাইনালের জয়ীদের নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচটি আয়োজিত হবে।

সারাবাংলা/জেএইচ

ঢাকা আবাহনী বসুন্ধরা কিংস ব্রাদার্স ইউনিয়ন শেখ রাসেল স্বাধীনতা কাপ ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর