Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর পর ফাইনালে শেখ রাসেল


১৯ ডিসেম্বর ২০১৮ ১৯:০২

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ সেই ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতেছিল ঘরোয়া ফুটবলে অন্যতম বড় দল শেখ রাসেল। এরপরে কেটে গেছে আরও পাঁচ বছর। সেই ট্রেবল জেতার পর থেকেই যেন হারিয়ে বসা শেখ রাসেল এবার ফাইনালে কোন টুর্নামেন্টের। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে পা রেখেছে শেখ রাসেল বেঙ্গল ব্লুরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একপেশে ম্যাচে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে শক্তিশালী দলটি। জোড়া গোল করেছেন শেখ রাসেলের বিদেশি ফুটবলার আজিজর আলিশভ।

৪ বছর পর আবারও ঘরোয়া ফুটবলের সেমিফাইনালে খেলার মন্ত্রেই উজ্জীবিত ছিল ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে ৫ বছর পর যে কোন টুর্নামেন্টের ফাইনালের হাতছানি ছিলো শেখ রাসেলের সামনে।

ম্যাচের ৩য় মিনিটে রাফায়েল ওডোভিনকে ট্যাকেল করে শেখ রাসেলকে গোলবঞ্চিত করেন আশরাফুল করিম। ৩৪ মিনিটেও সাফল্য ধরা দেয়নি বেঙ্গল ব্লুদের সামনে। ইয়ামিন মুন্নার কর্নার খান মোহাম্মদ তারা হেড করে বিপদমুক্ত করে। ৩৭ মিনিটে রাফায়েল ওডোভিনের শট বিপদমুক্ত করেন কোয়ার্টারে গোপীবাগের দলটির জয়ের নায়ক সুজন চৌধুরী। তবে, ৪৫ মিনিটে আর নিজেদের দুর্গ রক্ষা করতে পারেনি ব্রাদার্স। রাফায়েলের ক্রস থেকে আলিশরের দুর্দান্ত ভলিতে লিড নেয় বেঙ্গল ব্লুরা।

তবে, এই গোল নিয়ে অফসাইডের দাবি ছিলো ব্রাদার্সের।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণত্মক খেলার কৌশল নিয়েই মাঠে নামে সাইফুল বারী টিটু শিষ্যরা। সাফল্য আসে ৫১ মিনিটে খালেকুরজ্জামানের বাড়ানো বল থেকে গোল করেন অরক্ষিত অবস্থায় থাকা আলিশর আজিজভ। ঠিক পরের মিনিটে রাফায়েল ওডোভিনের শট আটকে লিড ৩-০ করতে দেননি সুজন চৌধুরী। ৬২ মিনিটে শেখ রাসেলের জমাট রক্ষণকে ফাকি দিলেও ব্রাজিলিয়ান লিমা বল মারেন পোস্টের বাইরে দিয়ে।

বিজ্ঞাপন

এ জয়ে ৩য় বারের মতো তাইতো স্বাধীনতা কাপের ফাইনালে নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র।

সারাবাংলা/জেএইচ

ব্রাদার্স ইউনিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র স্বাধীনতা কাপ ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর