Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলের হ্যাটট্রিক, ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল


২০ ডিসেম্বর ২০১৮ ১১:৫১

স্পোর্টস ডেস্ক ।।

ক্লাব বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক পেলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। তার হ্যাটট্রিকে ভর করেই বুধবার (১৯ ডিসেম্বর) জাপানিজ ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি রিয়ালের সামনে।

আরেক সেমিতে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন রিভার প্লেটকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ক্লাব আল আইন। আসরের ফাইনালে লস ব্লাঙ্কোসদের সামনে থাকছে আরব আমিরাতের ক্লাবটি। শনিবার (২২ ডিসেম্বর) তাদের বিপক্ষে নামবে স্প্যানিশ জায়ান্টরা।

অবশ্য পরিসংখ্যানের দিকে তাকালে শিরোপার দৌড়ে এগিয়ে আছে ইউরোপের চ্যাম্পিয়নরা। সংযুক্ত আরব আমিরাতে ফাইনালের লড়াইয়ে জিততে পারলেই টানা তৃতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুলবে সান্তিয়াগো সোলারির ছাত্ররা।

বুধবার আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামের সেমিতে মুখোমুখি হয়ে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় রিয়াল। গোল প্রথমার্ধে গোল পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। ৪৪তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান বেলের বেল। তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণ ধরে রাখে গত দুই আসরের জয়ীরা। তাতেই তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বেল। ম্যাচের ৫৩ ও ৫৫ মিনিটে দুইবার প্রতিপক্ষের জালে বল জড়ান ওয়েলস এই ফরোয়ার্ড। তাতেই ম্যাচের ব্যবধান গিয়ে দাঁড়ায় ৩-০ তে।

তবে ম্যাচের ৭৮ মিনিটে গোল ব্যবধান কমান কাশিমা অ্যান্টলার্সের শোমা দোই। তাতেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর