Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিরপুরে খেলাটাই এগিয়ে রাখবে বাংলাদেশকে’


২১ ডিসেম্বর ২০১৮ ১৬:২২

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ শেষেই সাকিব আল হাসান এসে বলে গিয়েছিলেন, মিরপুরে খেলাটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেয়। এখানে দর্শকের আবহ, চেনা কন্ডিশনে তাই একটু হলেও এগিয়ে থাকে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচের আগের দিন শুক্রবার (২১ ডিসেম্বর) বাংলাদেশের বোলিং কোচ সুনীল যোশিও বললেন, মিরপুর বাংলাদেশে পয়া ভেন্যু। শেষ ম্যাচে এটা বাড়তি সুবিধা দেবে বাংলাদেশকে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর শেষ ম্যাচটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশের সামনে জয় দিয়ে এই বছর শেষ করার হাতছানি, ওয়েস্ট ইন্ডিজের সামনে হাতছানি অন্তত একটা সিরিজ জিতে বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার। আজ (শুক্রবার) অবশ্য অনুশীলন করেনি বাংলাদেশ দল, হোটেলেই ছিলেন খেলোয়াড়েরা। সিনিয়রদের মধ্যে অনেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন বাসায়। হোটেলে দলের প্রতিনিধি হয়ে কথা বললেন যোশিই।

বাংলাদেশের বোলিং কোচ মনে করছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি মানসিকতায় বদল এসেছে, ‘আমার মনে হয় আমরা খুব ভালো খেলেছি কাল (বৃহস্পতিবার)। আমাদের মানসিকতাটা ছিল অন্যরকম। সিলেটে আমরা যেভাবে খেলেছি, সেখান থেকে মিরপুরে আমাদের মানসিকতার যে বদল হয়েছে সেটা ছিল আসলেই দারুণ। দলের সবাই এমন একটি ম্যাচ জিততে পেরে দারুণ খুশি।’

যোশি মনে করছেন, মিরপুরে খেলাটাই বাড়তি সুবিধা দিচ্ছে বাংলাদেশকে, ‘মিরপুরে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমি বলব এটা আমাদের জন্য খুবই পয়া একটা ভেন্যু। আর এখানে দর্শকদের উৎসাহও অনেক বড় একটা ব্যবধান গড়ে দেয়। আমি বলছি না সিলেটে সেটা আমরা পাইনি। সিলেটেও আমরা দর্শকদের কাছ থেকে দারূণ উৎসাহ পেয়েছি। কিন্তু মিরপুরে বাংলাদেশ দল এতো বেশি খেলেছে এখান থেকে ঘরের মাঠের সুবিধা সবচেয়ে ভালোভাবে নিতে পারে দল।’

বিজ্ঞাপন

নতুন বছরের আগাম উপহার হিসেবেই দলের কাছ থেকে জয় চান যোশি, ‘আমরা এখন শুধু জিততে চাই, এটাই আমাদের মাথায় আছে। কাল (বৃহস্পতিবার) যেসব ভালো জিনিস করেছি সেটাই আমরা ধরে রাখতে চাই। তাহলে বড়দিন ও নতুন বছরের আগাম উপহার দিতে পারব আমরা সবাইকে।’

সারাবাংলা/এএম/এসএন

টি-টোয়েন্টি সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর