Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে কি হচ্ছে জানেন না স্মিথ!


২১ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৫

স্পোর্টস ডেস্ক ।।

অনেকটা চমক দিয়েই কুমিল্লা ভিক্টোরিয়ানস জানিয়েছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে তাদের দলে খেলতে আসছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু বিসিবির নেয়া সিদ্ধান্তের কারণে বিপিএলের এবার খেলা হচ্ছে না তার। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানেন না অজি সাবেক এই অধিনায়ক।

গত মাসেই বিদেশি খেলোয়াড় কোটায় শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাসেলা গুনারত্নের বদলে স্মিথের সঙ্গে চুক্তি করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। কিন্তু নিয়ম ভেঙেছে সেখানেই। যে কারণে স্মিথের ব্যাপারে আপত্তি তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। তাদের দাবি, যেহেতু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার নাম ছিল না, তাই এবারের বিপিএলে স্মিথের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রংপুরের মতো অন্যান্য দলগুলোও একই আপত্তি তুলেছে। তাদের দাবি, বাইলজ অনুযায়ী এখন ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কুমিল্লা। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিপিএলের এবারের আসরে খেলার অনুমতি পাচ্ছেন না অজি এই তারকা।

তবে বিপিএলে ঠিক কি হচ্ছে সেটা বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আমার খেলার কথা ছিল। তবে সেখানে ঠিক কি হচ্ছে আমি জানি না, আপনারাই ভালো বলতে পারবেন।’

তবে বিপিএলে না খেলতে পারলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ থাকছে স্মিথের। এ বিষয়ে স্মিথ বলেন, ‘বিপিএলে না খেললেও এরপর পিএসএল ও আইপিএল আছে। সেখানে সুযোগ পেলে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি হবে আমার।’

বিজ্ঞাপন

তবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে না পারার কষ্টটা বেশ ভালভাবেই ভোগ করতে হচ্ছে স্মিথকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং ঘটনার কথা মনে করে স্মিথ বলেন, ‘আমি ভুল করে ফেলেছি এবং এটা আমার জীবনের বড় ভুল। আমি চেষ্টা করছি সব ভুলে কিভাবে নিজের উন্নতি করা যায়।’

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া বিপিএল স্টিভ স্মিথ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর