Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ


১২ জানুয়ারি ২০১৮ ১৫:৩৫

সারাবাংলা ডেস্ক

আইপিএল, বিগব্যাশ, বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সাথে লিগের এই আয়োজন নিয়ে চুক্তি করে এসিবি। প্রথমবারের মতো হতে যাওয়া ‘আফগানিস্তান প্রিমিয়ার লীগ’ (এপিএল) শুরু হবে এ বছরের অক্টোবরেই।

নিজেদের ক্রিকেট আর ক্রিকেটারদের এগিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে বসবে এই আসরের আয়োজন। ৫ দলের অংশগ্রহণে সবমিলিয়ে মাঠে গড়াবে ২৩ টি ম্যাচ। তবে আরব আমিরাতের কোন শহরে বা মাঠে ম্যাচ গুলো হবে তা এখনো নিশ্চিত করে জানাননি এসিবির প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই।

আরব আমিরাতে আয়োজনের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর স্তানিকজাই বলেন, ‘আয়োজনের অনুমতি পেয়েছি আনুষ্ঠানিকভাবেই, এজন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।‘

খেলোয়াড় নির্বাচনের জন্য নিলামের আয়োজন করবে এসিবি। স্তানিকজাই দাবী করেছেন এপিএল নিয়ে তাদের বড় পরিকল্পনা আছে। ‘এপিএলের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের তালিকায় আগ্রহী ক্রিকেটারদের নিয়ে তালিকা করা হবে। প্রায় ৪০ জন বিদেশী খেলোয়াড় থাকবে নিলামের তালিকায়। প্রচারণা ও আর্থিক দিক থেকে বেশ বড়সড় পরিকল্পনা আমাদের। এই আয়োজনের উদ্দেশ্য থাকবে বিশ্বের সেরা তিনটি লিগের তালিকায় এপিএলকে নিয়ে আসা।‘

সারাবাংলা/এসএন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর