Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া থেকে বাড়ি ফেরা হচ্ছে না কোহলিদের


২২ ডিসেম্বর ২০১৮ ১৫:১০

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত আপাতত টেস্ট সিরিজ নিয়েই ব্যস্ত। এরপর আছে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে ব্যস্ত সময় কাটাবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের পর কোহলির দল ওয়ানডে সিরিজ খেলতে নামবে। তারপরও নিস্তার নেই। দেশে ফেরা হচ্ছে না টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়া থেকে সোজা উড়াল দিতে নিউজিল্যান্ডে।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর চার ম্যাচের টেস্ট সিরিজে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। দুটি ম্যাচ শেষ। বাকি আছে আরও দুটি। টেস্ট সিরিজ শেষ হবে আগামী ৭ জানুয়ারি। এরপর ১২, ১৫ আর ১৮ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলতে হবে ভারতকে। ওয়ানডে সিরিজ শেষেই নিউজিল্যান্ডে গিয়ে খেলতে হবে কোহলিদের। সেখানে কিউইদের বিপক্ষে থাকছে পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সেই সফরে ভারতের কোনো টেস্ট ম্যাচ থাকছে না।

এদিকে, নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলবে কিউইরা। এরপর পাকিস্তানের বিপক্ষে আছে তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১১ জানুয়ারি। এরপর ভারতকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড।

আগামী ২৩ জানুয়ারি নেপিয়ারে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ২৬, ২৮, ৩১ জানুয়ারি সিরিজের পরের তিনটি ম্যাচ। পঞ্চম বা শেষ ওয়ানডে ম্যাচটি হবে ৩ ফেব্রুয়ারি। এরপর ৬ ফেব্রুয়ারি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল। ৮ ও ১০ ফেব্রুয়ারি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ভারতের দলপতি হওয়ার পর কোহলি এখনও নিউজিল্যান্ড সফর করেননি। অধিনায়ক হিসেবে এই প্রথম কিউই সফরে যাবেন তিনি। আগের নিউজিল্যান্ড সফরে মহেন্দ্র সিং ধোনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে ভারত পাচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি দারুণ সুযোগ।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর