Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষটা হার দিয়ে শেষ মোহামেডানের


১২ জানুয়ারি ২০১৮ ১৮:২৩

স্টাফ করেসপন্ডেন্ট

মোহামেডান স্পোর্টিং ক্লাবের মৌসুমটা ভালো যায় নি। ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে শুরু করা এবারের বিপিএলটা মোটেও সুবিধের কাটায়নি দেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটির। বিপিএলে নিজেদের শেষ ম্যাচটা হেরেছে সাদা-কালো শিবিররা।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে পয়েন্ট তালিকার নিচে থাকা দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছে আমিরুল ইসলাম বাবুর দল।

এর আগে লিগের প্রথম পর্বের ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছিল মতিঝিলের ক্লাবটি। সেই ক্ষতরই হয়তো প্রতিশোধ নিলো ব্রাদার্সরা।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় ব্রাদার্স ইউনিয়নকে এগিয়ে দেন আরিফুল ইসলাম শান্ত। আল আমিনের বাড়িয়ে দেয়া পাসে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন শান্ত। এর আগেও অবশ্য একটা সুযোগ এসেছিল তার। ডি বক্সের ডান প্রান্ত থেকে শান্তের শট ক্রসবারের ঠিক উপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে এসে ছন্নছেড়া ফুটবল খেলেছে সাদা-কালো শিবিররা। কোনও সংগঠিত আক্রমণ আসে নি তাদের কাছ থেকে।

এ হারে বিপিএলে নিজের নামের পাশে ৮টি হার যোগ হলো মোহামেডানের। ৯ জয় আর ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে দলটি। অন্যদিকে ২২ পয়েন্ট নিয়ে সাতে ব্রাদার্স।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর