১৫ জানুয়ারির মধ্যেই টাইগারদের দল ঘোষণা
২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
শেষটা ভালো হলো না বাংলাদেশের, টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিটা হলো না জয় দিয়ে। তবে সব মিলে এই বছর দেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিনি জানালেন, নিউজিল্যান্ড সিরিজের আগে ১৫ জানুয়ারির মধ্যেই দল ঘোষণা করা হবে।
গত অক্টোবর থেকে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু, এরপর ওয়েস্ট ইন্ডিজের সাথেও লম্বা একটা সিরিজ খেলেছে বাংলাদেশ। সব মিলে বেশ সন্তুষ্টই মিনহাজুল, ‘হোম ম্যাচে তো আমরা দুইটা সিরিজ খেললাম। অনেক দিন ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ খেললাম আমরা। সব কিছু মিলিয়ে পারফরম্যান্স অবশ্যই সন্তোষজনক। আমরা খুব সন্তুষ্ট যে একটা ব্যালেন্স এসেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে। আগামীতে যেই সিরিজগুলো আছে সেখানে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’
আগামী ফেব্রুয়ারিতেই বড় একটা সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। দুই বছর আগে সেখানকার অভিজ্ঞতা ভালো ছিল না বাংলাদেশের। মিনহাজুল এবারের সফরটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন, ‘সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। যেহেতু আমাদের আগেরবারের নিউজিল্যান্ড সিরিজে খারাপ অভিজ্ঞতা ছিল। আমি মনে করি এখন প্লেয়াররা অনেক পরিপক্ক, অনেক দিন পর আমরা তিনটা টেস্ট ম্যাচ খেলতে যাব, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তিনটা টেস্ট ম্যাচ তো আমরা সবসময় খেলতে পারি না, এটা প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জের হবে। আমি আশাবাদী যে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’
মিনহাজুল আরও বললেন, ১৫ জানুয়ারির আগেই দল ঘোষণা করতে চান তারা, ‘নিউজিল্যান্ডের জন্য দল নিয়ে অবশ্যই আমাদের মাথায় চিন্তা আছে। আমরা টিম ম্যানেজমেন্টের সাথে বসে আলাপ করব। আমাদের একটা প্ল্যান আছে আমরা এটা নিয়ে বসব। যেই কন্ডিশনে যেভাবে খেলতে হবে ওইভাবেই কিন্তু আগাতে হবে। আমাদের মাথায় প্ল্যান আছে সেটা নিয়ে কাজ করব। আগামী জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই আমরা দল ঘোষণা করব।’
৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। মিনহাজুল নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে না দেখে বিপিএলকে দেখছেন পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই, ‘বিপিএলের ফরম্যাটটা আলাদা। আমরা নিউজিল্যান্ডের জন্য এই ফরম্যাটটা নিয়ে চিন্তা করব না। এটা আমাদের ঘরোয়া টুর্নামেন্ট। অবশ্যই সব খেলাই গুরুত্বপূর্ণ, প্লেয়ারদের জন্য প্রতিটা ম্যাচই ইম্পরট্যান্ট। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের যেটা চিন্তা ভাবনা, বিপিএল থেকে পুরোপুরি দল গঠনের প্রক্রিয়াটা শুরু হবে। আমাদের সামনে অনেক গুলো টি-টোয়েন্টি খেলা আছে, সেভাবেই প্রস্তুতিটা শুরু হবে। এই বিপিএল থেকেই সেই প্রক্রিয়াটা শুরু হবে।’
সারাবাংলা/এএম/এমআরপি