‘জনতার আদালতে’ দেশের ফুটবল!
২৩ ডিসেম্বর ২০১৮ ১৯:১০
।। জাহিদ-ই-হাসান, স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ ‘কোথায় গিয়ে ঠেকেছে দেশের জনপ্রিয় ফুটবল!’ এভাবে শিরোনাম করলেও খুব একটা ভুল হবে না। দেশের স্বাধীনতার ৪৭ বছরে কোথায় ফুটবলটা! দেশের ফুটবলে এখন শুধু হতাশার গান আর ঐতিহ্যের তুলনা। প্রতিবেশি দেশগুলোও যখন নানান আয়োজনে তরতর করে এগিয়ে নিচ্ছে ফুটবলকে সেখানে অনেকটা কচ্ছপ গতির দৌড়ে অংশ নিয়ে র্যাঙ্কিংয়ে (১৯২) তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের পুরুষ ফুটবল।
দেশের আপামর জনতার সবচেয়ে জনপ্রিয় ফুটবলটাই এখন হিমাগারে। তাই দেশজুড়ে সমর্থকরা আঁকছেন হতাশার ছবি। এ ছবিতে আশা আছে, আছে শঙ্কাও। সমর্থকরা ভাবেন-আদৌ কি ঘুরে দাঁড়াবে দেশের ফুটবল!
সমর্থকদের ভাবনা নিয়ে আজকের সারাবাংলাডটনেটের আয়োজন। দেশের ফুটবল সমর্থকগোষ্ঠীর কয়েকটি গ্রুপ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দুটি গ্রুপে (সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল ও বাংলাদেশ ফুটবল-ওয়াকিং এরাউন্ড দ্য ড্রিমস) সারাবাংলা জানতে চেয়েছিল দেশের ফুটবল উন্নয়নে কোন কোন জায়গায় কাজ করা দরকার বা কর্মপরিকল্পনা নেয়া উচিত। সমর্থকদের মতামত তুলে ধরার চেষ্টা করছে সারাবাংলা।
‘এসময় দেশের ফুটবলের নানান সমস্যা ও তার সমাধান নিয়ে অনেক মতামত দিয়েছে সমর্থকরা। দেশের ফুটবল উন্নয়নে জেলার ফুটবলকে উন্নতকরণ, বিভাগীয় ফুটবলকে চাঙাকরণ। রাজনীতিমুক্ত ফুটবলাঙ্গন চেয়েছেন সমর্থকরা। তৃণমূল পর্যায় থেকে ফুটবলার বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বিষয়টি উঠে এসেছে এতে। ক্লাবগুলোকে পেশাদারিত্ব বজায় রেখে বয়সভিত্তিক দল গড়ার আহ্বান জানিয়েছে তারা। সঙ্গে দেশের ফুটবলকে সারাদেশে ছড়িয়ে দিতে প্রচারে টেলিভিশন চ্যানেলের সহজলভ্যতার কথাও উল্লেখ করেন অনেকে।’
‘বিশ্বের বেশিরভাগ দেশই ফুটবল উন্নয়ন করছে একাডেমির মাধ্যমে। একাডেমিতে বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে রেখে তাদের পেশাদার ফুটবলার তৈরির দায়িত্ব নেয়ার ব্যাপারে জানিয়েছেন সমর্থকরা। সঙ্গে বিরাজমান বিপিএল-চ্যাম্পিয়ন্সশিপ, স্তর লিগগুলোকে প্রতিদ্বন্দ্বিতামূলক গড়ে তোলার আহ্বান করেছেন ফুটবল ভক্তরা। এজন্য পাতানো ম্যাচের মানসিকতা থেকে ফুটবলকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন অনেকে।’
জনতার এই মতামত দেশের ফুটবল উন্নয়নকে ঘিরেই। দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ ক্লাবগুলোসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফুটবল উন্নয়নে এগিয়ে আসতে হবে বলে জানান তারা। যে অবস্থায় আছে ফুটবলে এখন ঘুরে না দাঁড়ালে ঠিক কবে টনক নড়বে এমনটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে!
সারাবাংলা/জেএইচ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল-ওয়াকিং এরাউন্ড দ্য ড্রিমস সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল