বিপিএলের অপেক্ষায় মোস্তাফিজ-সৌম্য
২৩ ডিসেম্বর ২০১৮ ২১:১৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ২১:২১
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ বাংলাদেশের আন্তর্জাতিক বছরটা শেষ হয়ে গেছে কাল। শেষটা অবশ্য ভালো হয়নি, টি-টোয়েন্টি সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ হাসিমুখেই দেশে ফিরেছে। সেই ম্যাচ নিয়ে তাই কিছু বললেন না বাংলাদেশ দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। দু’জনই তাকিয়ে আছেন বিপিএলের দিকে, সেখানেই নিজেদের প্রমাণ করতে চান।
রাজশাহী কিংসের পৃষ্ঠপোষকদের একটা অনুষ্ঠানে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ রবিবার (২৩ ডিসেম্বর) এসেছিলেন সৌম্য ও মোস্তাফিজ। দুজনে বিপিএলে খেলেছেন রাজশাহীর হয়ে। মোস্তাফিজ গত বছর থেকে থাকলেও সৌম্য এবারেই দলে এসেছেন।
দু’জনের কথায় অভিন্ন সুর, রাজশাহীর হয়ে এবার নিজেদের উজাড় করে দিতে চান। এবং শেষ পর্যন্ত যেতে পারবেন বলে আশাবাদী দু’জনেই। সৌম্য আলাদা করে বললেন, ‘আমি এই বছরের শেষের দিকে যে ফর্মে আছি বিপিএলে তা ধরে রাখতে চাই। আশা করি এবার ভালো কিছু উপহার দিতে পারব।’ মোস্তাফিজও বললেন, বিপিএলে ভালো করতে তিনি মুখিয়ে আছেন।
পৃষ্ঠপোষকদের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কিংসের পরিচালক হাফিজুর রহমান খান, জুবায়ের এন এম হোসেন ও আমজাদ হোসেন এবং প্রধান পরিচালন কর্মকর্তা এসএম শামসুর রহমান।
সারাবাংলা/এএম/জেএইচ