Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্নারের প্রলোভনেই ব্যানক্রফটের বল টেম্পারিং


২৬ ডিসেম্বর ২০১৮ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

চলতি বছরের শুরুতে বল টেম্পারিংয়ে জড়িত থাকার কারণে এক বছরের নিষেধাজ্ঞা পান অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয় ক্যামেরন ব্যানক্রফটকে। এবার টেম্পারিং কেলেঙ্কারির এতদিন পর ব্যানক্রফট জানালেন, ওয়ার্নারের কারণেই টেম্পারিং করতে বাধ্য হয় তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সেই টেম্পারিং ঘটনায় অজি দলের চিত্রই বদলে গেছে। স্মিথ-ওয়ার্নারকে ছাড়া চলতি বছরটাও ভালো যায়নি তাদের। বুধবার (২৬ অক্টোবর) ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে অজিরা। এই টেস্টের আগে অজি সাবেক অধিনায়ক স্মিথকে জিজ্ঞেস করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে ওয়ার্নার আর ব্যানক্রফটের মধ্যকার কথোপকথন সম্পর্কে। তবে, সেটা সরাসরি এড়িয়ে গেছেন স্মিথ।

বিজ্ঞাপন

তবে স্মিথ কোনও কথা না বললেও এ নিয়ে মুখ খুলেছেন ব্যানক্রফট। তিনি জানিয়েছেন, ওয়ার্নারের উৎসাহেই এমন কাজ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে শুধু ওয়ার্নারের প্রলোভনে টেম্পারিং করলেও দলে নিজের দাম বাড়াতেই এমন কাজ করেছেন বলেন ব্যানক্রফট, ‘ম্যাচের আমাদের অবস্থা যেমন ছিল, তাতে টেম্পারিং ছাড়া উপায় ছিলনা। তাই ডেভ (ওয়ার্নার) আমাকে বারবার টেম্পারিং করার কথা বলছিল, তবে এ নিয়ে আমি বেশিকিছু জানতাম না। বেশিকিছু না জানার কারণে এবং দলে নিজের দাম বাড়াতেই কাজটা করতে হয়েছে।’

ক্রিকেটের নিয়ম ভেঙে শাস্তি পেতে হয়, সেটা সব খেলোয়াড়েরই জানা। কিন্তু ক্রিকেটীয় মূল্যবোধের কথা চিন্তা না করেই এমন কান্ড ঘটানোর কারণ জানালেন ব্যানক্রফট, ‘সত্যি কথা বলতে সেই সময়ে দলে টিকে থাকার কথাটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভেবেছিলাম দলে টিকে থাকলে সম্মানও বাড়বে। কিন্তু সেটা না হয়ে উল্টো অনেক বড় মূল্য দিতে হয়েছে।’

ব্যানক্রফটের নিষেধাজ্ঞা কাটছে এই মাসেই। তবে অস্ট্রেলিয়া জাতীয় দলে তিনি ঠিক কবে ফিরতে পারবেন, সেটা এখনও অনিশ্চিত।

সারাবাংলা/এসএন

ক্যামেরন ব্যানক্রফট ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর