Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বকাপই সবার কাছে আমার বিবেচনা বদলে দিয়েছে’


২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের আগেও বিশ্বের অন্যতম সেরা তারকাদের তালিকাতেই ছিলেন চেলসি ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। দুর্দান্ত পারফরম্যান্সে এবার বেলজিয়াম দলকে বিশ্বকাপের শেষ চারে নিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বছরের শেষ দিকে এসে এবার হ্যাজার্ড বললেন, বিশ্বকাপে পারফরম্যান্সের কারণেই সমর্থকদের কাছে তার বিবেচনা বদলে গেছে।

ক্লাবের হয়েও বছরের শুরুটা ভালোভাবেই পার করছিলেন হ্যাজার্ড। এরপর বিশ্বকাপে দুর্দান্ত খেলে গোল করেছেন তিনটি, পাশাপাশি ২টি গোল সহায়তাও ছিল তার। যে কারণে বিশ্বকাপ আসরে তৃতীয় হয়েছে তার দল। আর এবারের বিশ্বকাপে সিলভার বলও পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ফর্ম ধরে রাখা এই খেলোয়াড় এবার বললেন, বিশ্বকাপই তাকে নিয়ে সমর্থকদের বিবেচনা বদলে দিয়েছে, ‘আমার মনে হয় বিশ্বকাপই আমাকে উচ্চতার দিক থেকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে। বিশ্বকাপের আগে সবাই আমাকে ভালো খেলোয়াড় হিসেবেই জানতো, কিন্তু বিশ্বকাপের পর আমাকে তারা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বলতে শুরু করেছে। আমি এটাই চেয়েছি, এখন নিজের ফর্ম ধরে রাখাটাই লক্ষ্য।’

ক্লাব চেলসিতে খেলা এই তারকা এবার ক্লাবের হয়ে নিজেকে আরও এগিয়ে যেতে চান, ‘আমি জানি, আমি বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলি। এখান থেকেই ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই। দলের জার্সিতে অনেক গোল করতে চাই, দলের হয়ে ট্রফি জিততে চাই। অবশ্য চেলসির হয়ে আমি বেশকটি ট্রফি জিতেছি। কিন্তু ক্লাব চেলসিতে খেললে আরও ট্রফি জেতার ইচ্ছা বেড়ে যায়। যেমন চ্যাম্পিয়নস ট্রফি।’

সারাবাংলা/এসএন

এডেন হ্যাজার্ড চেলসি বেলজিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর