Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান মদ্রিচ


২৭ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৬

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। বর্ষসেরা ফুটবলার পুরস্কার ব্যালন ডি’অরও এসেছে তার হাতেই। এবার ক্রোয়াট এই তারকা মিডফিল্ডার জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়ালের জার্সিতেই খেলতে চান তিনি।

রিয়ালের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছেন মদ্রিচ। ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন সান্তিয়াগো বার্নাব্যুতেই। তারকা এই মিডফিল্ডার এবার বললেন, ‘রিয়ালের জার্সিতেই ক্যারিয়ার শেষ করাটাই আমার মূল ইচ্ছা। এই সময়টা আমার ক্যারিয়ারের সেরা সময়। তবে এখানে আসতে আমাকে খেলাটা ভালভাবেই চালিয়ে আসতে হয়েছে। এটা আমার জন্য একেবারে সহজ ছিল না।’

মৌসুমের শুরুর দিকের সময়টা ৩৩ বছর বয়সি মদ্রিচের জন্য কঠিন সময় ছিল। তাকে নিয়ে গুঞ্জন উঠেছিল রিয়াল ছেড়ে ইন্টার মিলানে যাবেন তিনি। তবে রিয়ালের জার্সিতে নিজের ফর্ম ধরে রেখে দলের জয়ে ভূমিকা রেখে চলেছেন ক্রোয়াট এই তারকা।

তবে দলবদলের মৌসুমে মদ্রিচ সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন কি না, সেটা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে।

সারাবাংলা/এসএন

রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচ

বিজ্ঞাপন

কাঁচা আমের ২টি পদ
৫ মে ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর